নামহীন চিঠি এলো ঘরে
বেদনার নীল খামে,
এই চিঠি লেখা হয়েছিল হৃদয়ের পাতায় গোপনে; কখন কবে?
প্রতি লাইনে-প্রতি অক্ষরে যেন জমে আছে এক যুগের চাওয়া-নাপাওয়া,
কত তোলপাড়,কত দীর্ঘশ্বাস !
কত ফাগুন পার হয়ে গেল,
তবুও জীবন পেলোনা কোন আশ্বাস!
আজ আর অন্য কিছু খুঁজে না মন,
সব অন্ধকার-কে ছাপিয়ে আসুক নতুন ভোর!
(October 4th, 2022).
ESTÁS LEYENDO
বাংলা কবিতা
Poesíaনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...