কোন স্বর্গ সুখের আশায় ভালোবেসেছিলাম, বেঁধেছিলাম ঘর আলোতে........
স্বপ্ন ভেঙ্গে দেখি হায়!আমি আঁধারে.....
এভাবেই কেটে গেলো এক যুগ;
তবুও ধরা দিলনা সুখ......এ পোড়া ঘরে
আজ আর স্বপ্ন দেখেনা চোখ
দেখে আশাহীন ধূ -ধূ বালুচর........
সেখানে জোছনারা ভাসে নোনাজলে।
(October 18th, 2021).
ŞİMDİ OKUDUĞUN
বাংলা কবিতা
Şiirনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...
৪{ সুখের আশায় }
কোন স্বর্গ সুখের আশায় ভালোবেসেছিলাম, বেঁধেছিলাম ঘর আলোতে........
স্বপ্ন ভেঙ্গে দেখি হায়!আমি আঁধারে.....
এভাবেই কেটে গেলো এক যুগ;
তবুও ধরা দিলনা সুখ......এ পোড়া ঘরে
আজ আর স্বপ্ন দেখেনা চোখ
দেখে আশাহীন ধূ -ধূ বালুচর........
সেখানে জোছনারা ভাসে নোনাজলে।
(October 18th, 2021).