শুনেছি "নারী-নারীর পাশে দাঁড়ায়"
দেখেছি নারী -নারীর বিপদে মজা লয়।পড়েছি "ঢিল ছুড়লে পাটকেলটি খেতে হয় "
সামলে নিয়েছি ঢিল না ছুঁড়েও
কত শত পাটকলের ভয়।শুনেছি "দাঁত থাকতে কেউ দাঁতের মর্যাদা বোঝে না"।
সয়েছি সংসারের নকল দাঁতের
বাড়াবাড়ি,যা কেউ দেখেনা।শুনেছি "আদর-আপ্যায়নে মহব্বত বাড়ে"।
দেখেছি আদর আপ্যায়নে তিক্ততা বাড়ে।শুনেছি "চোর পালালে বুদ্ধি বাড়ে"
দেখেছি চোর চুরি করে নিজেরই ঘরে।
পড়েছি "জ্ঞানীরা কম কথা বলে'।
দেখেছি মূর্খরা জ্ঞানী সাজে
জ্ঞানীরা গা ঢাকা দেয় মূর্খদের ভিড়ে।পড়েছি "যে সহে সেই রহে"
দেখেছি যে রহে সেই মার খায় পড়ে পড়ে।শুনেছি "যারে দেখতে নারি তারে চলন বাঁকা"।
দেখেছি যার চলন বাঁকা তার অন্তর ফাঁকা
আপাদমস্তক লালসালু কাপড়ে ঢাকা
তারে চেনা কি এতই সোজা!শুনেছি "আপনি বাঁচলে বাপের নাম"।
দেখেছি বাপের নামে চলে জগত সংসার
হোক সে ভেজাল, হোক সে অনামী সেই তো অনেক দামী ।পড়েছি "অল্প বিদ্যা ভয়ংকরী "
দেখেছি অল্প বিদ্যা মাথার মণি"শুনেছি "ভালো করলে ভালো পাইবা
খারাপ করলে আপনা কপাল খাইবা "
দেখেছি ভালো করলে খারাপ হয়
খারাপ করলে সমাজে-সংসারে তারই জয় হয়।শুনেছি "কালা গলার মালা"
পেয়েছি কালার মালায় চোরা কাটা।পড়েছি "বিপদে বন্ধুর পরিচয়"
দেখেছি বিপদে কেউ কারো নয়।শুনেছি "হাটলে রুজি খাটলে মাইনা
জাগের ঘরে চুরি হয় না "
দেখেছি হাটলে রুজি মিলে না
বিনা মাইনায় কাজের অভাব হয় না
আর জাগের ঘরে
চুরির খবর থাকে অজানা।শুনেছি "পাপকে ঘৃণা কর পাপীকে নয় "
দেখেছি বিনা পাপী ঘৃণার পাত্রী হয়।
হায়!!
কত কিছু দেখালো /শেখালো এই জীবন
শুধু বদলায়নি অন্ধ সমাজ-সংসারের মূর্খতার পুরনো জংশন।
( ১৭ ই সেপ্টেম্বর ২০২৩ ইং
রবিবার সকাল ৭:৩০মিনিট )
BẠN ĐANG ĐỌC
বাংলা কবিতা
Thơ caনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...