দেখেছি তোমায় ভোরের রাজপথে
বৈশাখী রঙে রঙিন হয়ে
হাজারো তরুন-তরুণীর আনন্দ মিছিলে
উচ্ছ্বাস ভরা রমনার বটমূলে
রবি ঠাকুরের গানে।
দেখেছি কাক ফাটা রোদ্দুরে
নাগর দোলায়
শিশুর তালপাতার বাঁশিতে।তবে কি তুমি এলে
বিকেলের অবসান না হতেই
অন্ধকার ছাপিয়ে
উত্তরী হওয়ায় বৃষ্টির সমেত
আমের মুকুল ঝরায়ে!সাঝের বেলায় গোধূলির রক্তিম
আভায় দেখেছি তোমায়
দেখেছি বাউলের একতারায়
রাত জাগা নাটকের মহড়ায়।তবে কি তুমি এলে বৈশাখ!
বাংলা মায়ের খরখরে আঙ্গিনায় কৃষাণের মুখের এক টুকরো হাসি হয়ে!
BẠN ĐANG ĐỌC
বাংলা কবিতা
Thơ caনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...