বরুইয়ের ফুলে মৌমাছিদের গুনগুন আজ সারাদিন.......
আজ এ বসন্তক্ষণে ঝিঝি ডাকা সন্ধ্যা নামে চুপিসারে......
দক্ষিণা হাওয়া চুমে যায় খোলা চুলে,
আমার নিঃশ্বাসে-আমার রক্তে আজ তোমার বসন্ত বলে।
আজ সারারাত বাঁকা চাঁদ,ফিনফিনে হাওয়ায় উদাস দুটি হৃদয়.......
আজ পৃথিবীর সব ভালোবাসা- প্রেম শুধু আমাদের দু'জনের......
যেভাবে শিশির মিশে ঘাসের বুকে ভেজা গন্ধ ছড়ায়ে.....
যেভাবে তপ্ত মাটি শান্ত হয় বৃষ্টি বুকে নিয়ে.....
তেমনি করে মাদল তালে হারাবো দু'জনে
দূর পাহাড়ের গাঁয়ে..............
ভিজবে পাহাড়, বন,বনোফুল দেখে দু'জনারে;আজ তোমার বসন্ত বলে ।
(March 24th, 2006).
VOUS LISEZ
বাংলা কবিতা
Poésieনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...