তোমরা দেখেছ "হাসি" কে
সাফল্যের পুষ্প গাথা তরুণের তৃপ্ত মনে,
গর্বিত মায়ের চোখে- মুখে!
দেখেছো কি পরিচিতজন বা প্রতিবেশীর প্রতি আন্তরিক "হাসি" কে?
কিংবা ব্যস্ততাকে পেছনে ফেলে কিছুটা সময় বন্ধুর আড্ডায়?
দেখেছো কি "হাসি" কে পরম সুখে আধবোজা প্রিয়সীর চোখের পাতায়?
প্রিয়তমের দুষ্টু ঠোঁটের কোণে;
আজও কি "হাসি" তেমনি আছে?
আমি দেখেছি "হাসি" কে
ঐ দূরের সবুজ মায়াকে ছাড়িয়ে
নির্জন পথে মিলিয়ে যেতে,
বুক ভরা বেদনা নিয়ে,
কারন; আমরা যান্ত্রিকতা আর কৃত্রিমতার কঠিন শিকলে আবদ্ধ বলে!
(May 25th, 2008).
VOCÊ ESTÁ LENDO
বাংলা কবিতা
Poesiaনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...