২৭(একান্তই দুজনার )

0 0 0
                                    

আজ খুব ভোরে ঘুম ভেঙে দেখি
গাছে গাছে এখনো জমে আছে
গভীর রাতের নিস্তব্ধতা
শেষ রাতের ভালোবাসায়
সিক্ত হয়েছে প্রকৃতি
তবুও যেন তৃষ্ণা মিটেনি তার
এই তৃষ্ণা শুধু প্রকৃতির নয়
হাজারো মানব-মানবের হৃদয়ে লালিত স্বপ্ন কামনার রাতের মত!
তাইতো আকাশটা বড় গম্ভীর আজ
হুঁ-হুঁ করে বইছে ঠান্ডা ভারী বাতাস
বহুকালের এই চাওয়া পূরণ করতে আকাশ ঝরালো বৃষ্টি
বৃষ্টি জড়ালো লতা
আর লতা জড়ালো বৃক্ষকে
হয়তো এই আদিম খেলায় মেতে উঠেছে তৃষিত মানব- মানবীরাও
শুধু নীল সমুদ্রের এপার আর ওপারের ঢেউগুলোতে শুনতে পাই দীর্ঘ-নিঃশ্বাস!
বিরহ বেদনাগুলো যেন
একান্তই দু'জনার।
(Oct:15th, 2003).

বাংলা কবিতা Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ