৩২( পাতা )

0 0 0
                                    

হয়তোবা জীবনের একটা বড় অংশ হারিয়েছে,
হারিয়েছে মূল্যবান কিছু সময়,
অনেকগুলো বছর,
আর কিছু হারাতে চায় না "পাতা"
খুব কাছের মানুষটিকে আঁকড়ে ধরে বাঁচতে চায়,
ভেসে যেতে চায় ভালবাসার নদীতে
রঙিন পাল তুলে,
মিশে যেতে চায় খোলা আকাশে হাজারো গাংচিলের ভীড়ে,
পরমুহূর্তেই ভয়ে শিউরে ওঠে "পাতা"
যদি জীবনে অবহেলা আসে?
প্রয়োজন ফুরিয়ে যায়?
দিশেহারা হয়ে উঠে "পাতা"
কবে আসবে সেই দিন?
ফিরে পাবে কি তার ভালোবাসার মানুষটিকে?
নাকি অজানার উদ্দেশ্যে এ পথে চলা?
আজও অপেক্ষায় রয়েছে "পাতা "
হয়তো এভাবেই অপেক্ষায় থাকে "পাতারা"
বছরের পর বছর
জীবনের পরাজয় মেনে নিয়ে
মিথ্যে আশায় বুক বেঁধে।
(November 24th, 2000)

বাংলা কবিতা Donde viven las historias. Descúbrelo ahora