৪৪( তুমি মমতাময়ী )

0 0 0
                                    

তুমি ঝড়ো বাতাসে বৃষ্টি ঝরালে
পুকুরের শ্যামজলে ঢেউয়ে ঢেউয়ে
নিক্কনসুরে দোলাবে বলে
মাটির সোদা গন্ধ নেবে বলে
বাংলার মাঠ সোনালী ফসলে
ভরে দেবে বলে।

তুমি অভিমানী,মমতাময়ী,
শ্যামল পুজারিণী
যুগ যুগ ধরে শুধু প্রকৃতিকেই নয়
ভিজিয়েছো রবীন্দ্র,নজরুল
আরও কবি হৃদয়!
ভিজিয়েছো অতি সাধারণ এই আমায়
তোমার সরল সবুজ মায়ায়!

বাংলা কবিতা Donde viven las historias. Descúbrelo ahora