তুমি ঝড়ো বাতাসে বৃষ্টি ঝরালে
পুকুরের শ্যামজলে ঢেউয়ে ঢেউয়ে
নিক্কনসুরে দোলাবে বলে
মাটির সোদা গন্ধ নেবে বলে
বাংলার মাঠ সোনালী ফসলে
ভরে দেবে বলে।তুমি অভিমানী,মমতাময়ী,
শ্যামল পুজারিণী
যুগ যুগ ধরে শুধু প্রকৃতিকেই নয়
ভিজিয়েছো রবীন্দ্র,নজরুল
আরও কবি হৃদয়!
ভিজিয়েছো অতি সাধারণ এই আমায়
তোমার সরল সবুজ মায়ায়!
ESTÁS LEYENDO
বাংলা কবিতা
Poesíaনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...