গোধূলি সন্ধ্যায় নারিকেল পাতার
ফাঁকে ফাঁকে দেখি হেমন্তের সরু চাঁদ
হেঁটে চলি ধানক্ষেত মাড়িয়ে
জোনাকির নিভু নিভু আলোয়
বাউল বেশে, বিজন পথে।
প্রকৃতির মোহ মায়ায়
বরণ করেছো আমায়
হিম কুয়াশা ঝরায়ে।খরো রোদে বৃষ্টি পড়ে
শীতে বসন্ত এসে খেলা করে
কোকিলের কুহুতান
বীণার ঝংকারের মতোই
সুরেলা মনে হয়
তুমি আছো বলে।
ESTÁS LEYENDO
বাংলা কবিতা
Poesíaনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...