১৯(স্বপ্নের ফানুস )

12 1 0
                                    

ভেজা পথ, ভেজা বন, ভিজে হাওয়ায় বহে শনশন; ভিজে মন কিছুক্ষণ।
নির্জন দুপুর মিঠে বোল ঘুঘুর
ঝরে ঝিরঝিরিয়ে বকুল আঙ্গিনায়।
সাদা মেঘের আঁচল উড়ায়ে
লাল কৃষ্ণচূড়ার রঙে রাঙিয়ে
ভাসে মন সারাক্ষণ।
যেথা পাহাড়ী ঝরনা বয় অবিরল
দিবানিশি পাখ-পাখালির কলরবে থাকে মুখর,সেথা ছুটে মন।
এসো তবে হাতে রাখি হাত
দ্বিধা ভয় মাড়িয়ে পাড়ি দেই পথ দু'জনায়।

চেয়ে দেখো আমারই জঠরে
সুখ -সুন্দর ভবিষ্যৎ খেলা করে
এসো তবে উড়াই স্বপ্নের ফানুস।
(March10th, 2010)

বাংলা কবিতা Where stories live. Discover now