জীবন চলার পথে
কখন- কোন বাঁকে
নারী হবে নির্যাতিতা
হবে লাঞ্ছিতা সে-তা জানে না।কখনো নির্যাতিত হয় ভদ্রভাবে
কখনো অভদ্রভাবে
কখনো বা নির্মমভাবে
নারী শুধু সয়, আত্মসম্মানের কথা ভেবে
আবার কখনো সন্তানের কথা ভেবে।জন্ম থেকে মৃত্যু অবধি
নারী বড়ই একা
শুধু দিয়েই যায় নিরবে
কখনো সমাজকে, কখন সংসারকে
আবার কখনো বা দেশকে।হায়! হতভাগ্য নারী
জন্মের পর বাপের বাড়ি
বিয়ের পর স্বামীর বাড়ি
নেই তার নিজের বাড়ি।
( dedicated to all women in general and all moms who live with critical situations.)
VOCÊ ESTÁ LENDO
বাংলা কবিতা
Poesiaনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...