ভালোবাসার পৃথিবীটা হতে পারতো স্বপ্নীল সাজানো,
যেখানে সকালের সোনালী আলোয়
মেতে উঠে চিরহরিৎ অরণ্য,
উত্তরী হাওয়ার শীতল আলিঙ্গন পাতায় পাতায়,
রাতে হাজারো তারাদের আনাগোনা,
প্রিয়জনের নীরব স্পর্শ,
আর রাগ-অনুরাগের ছোঁয়া ।
বলে যাও........ নিয়েছিলে আপন করে?
একটি মুহূর্তের জন্য কি ভাসিয়েছিলে আমায় সুখের নাগরদোলায়?
বড় দেরি করে জানা হলো!
তোমার মিথ্যে ভালোবাসাগুলো
বিষাদের কালো মাসগুলো,বছরগুলো আজও তাড়িয়ে বেড়ায়,
পারবো না নতুন বিশ্বাসে বুকে টেনে নিতে,
পারবো না ক্ষমা করতে তোমায়!
(Dec:12th 2000).
YOU ARE READING
বাংলা কবিতা
Poetryনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...