৩৯( ১২ রূপের বাংলাদেশ )

0 0 0
                                    

বৈশাখে জীর্ণ পুরাতন ধ্বংস করে
আসে রুদ্র কালবৈশাখী
নিষ্ঠুর ছোঁয়ায় কখনো কখনো
উজার হয় বৃক্ষ-বসতি।

জ্যৈষ্ঠে ফল রসে ভরপুর
হারানো বেদনা ভুলে
হাসে মন মধুর।

সজল কালো মেঘে ঘন ঘন বরিষণ
কদম কেয়া যুথিকার বনে
জাগে শিহরণ
কাঁদা জলে লুটোপুটি খায়
পাড়ার ছেলের দল।

ভাদ্র আশ্বিনে তুমি নীলিমায় নীল চাদর
কাশবনে চুপিচুপি ঢেউ খেলে যায় চঞ্চল হাওয়া
নিশুতি রাতে নদীর সাথে
চাঁদ খেলে যায় রূপালী স্রোতের খেলা।

কার্তিক অগ্রহায়ণে
সোনারঙের আহ্বান ফসলের মাঠে
হিমেল পরশে পাকা ধান দুলে দুলে সুবাস ছড়ায়ে কৃষাণীর সুখের কথা বলে যায় বাতাসে।

পৌষ মাঘ আসে,
কনকনে শীতের বারতা নিয়ে
কুয়াশা ভাসে ধুম্রজালের মত
গ্রামগুলোকে ঘিরে
ধূসর পর্দা সরায়ে
যেন ভাপা- পুলির আবেদন কাঁচা রোদে।

ফাল্গুন চৈত্রে ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জন
গাছে গাছে নব যৌবনের হিল্লোল
বাসন্তী শাড়িতে চঞ্চল
তরুণী গ্রাম কি শহরে!

বাংলার এত রূপ এত শোভা
দেখেছে কত জনা
যে দেখেছে সেই তো প্রেমিক
তোমরা তারে মানুষের ভিড়ে খোঁজো না!
(July1st, 2005).

বাংলা কবিতা Onde histórias criam vida. Descubra agora