৪২( ভর দুপুরে )

0 0 0
                                    

ভর দুপুরে শালিকগুলো
অলস গায়ে হলুদ পায়ে
হেলেদুলে চড়ছে দেখো মাঠের পরে।

বাবলা, কড়ই, বরুই পাতায়
শিরশিরিয়ে কাঁপন তোলে
ভেজা হাওয়া ভর দুপুরে।

আকাশটা আজ গোমড়া মুখে
উদাস চোখে অভিমানে
কান্না ঝরায়।
মাটির পরে দীঘির জলে
টুপুর টাপুর বৃষ্টি পড়ে ভরদুপুরে।
সাদারঙা হাঁসগুলো সব
মগ্ন এখন জলকেলিতে
কলমি লতার ঝোপের মাঝে
বক ভায়া যে ;
ব্যাস্ত এখন শিকারেতে
মাছরাঙ্গাও ব্যাস্ত এখন
খপ করে মাছ ধরার কাজে।

এসব দেখে ছোট্ট খুকু
বায়না ধরে
মাছ ধরবে দীঘির জলে
বৃষ্টি ভিজে ভরদুপুরে।

বলতে পার খোকা-খুকু
মাছ ধরবে কে আগে?
বৃষ্টি শেষে খুকুর চোখে
মায়ের কোলে ঘুমের দেশের
পরী নামে।
ভরদুপুরে আমার গায়ে , খুকুর গায়ে
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে টাপুর-টুপুর
আমার গাঁয়ে ।
August18th, 2008
উৎসর্গ : পৃথিবীর সকল
ছোট্ট সোনামণিদের জন্য।

বাংলা কবিতা Donde viven las historias. Descúbrelo ahora