শরৎ প্রভাতের মেঘমুক্ত আকাশ
শিশির মাখা একমুঠো শিউলি, বকুল ফুল
বিকেলের এলোমেলো হাওয়ায় নদীর তীর ঘেঁষে দোল খাওয়া
শুভ্র কাশফুলের বন তোমায় দিলাম।শরৎ সন্ধ্যার ঝিরিঝিরি মিষ্টি বাতাস
ঘনবনের ফাঁকে এক চিলতে চাঁদের এক টুকরো আলো,
আর!
ভালোবাসা জড়ানো শেষ রাতের
শিশির দানায় খচিত রুপালি চাদর তোমায় দিলাম
তুমি জড়িয়ে রেখ
রেখ সযতনে।
(Oct:20th, 1997).
BẠN ĐANG ĐỌC
বাংলা কবিতা
Thơ caনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...