o৩৬( তুমি চলে গেছো)

0 0 0
                                    

তুমি চলে গেছো বলে.......
পরিচিত সুখগুলো, ভালোলাগাগুলো
হৃদয় দোলায় না গোপনে
নতুন আশায়- ভালবাসায়।

এ ভরা বসন্তে বাতাস আর বয় না
আগের মত করে
অলস দুপুর আর অবসর বিকেলগুলো
থেমে থাকে উপন্যাসের পাতায়।

তুমি চলে গেছো বলে.......
অভিমানী চাঁদ ঝরে না সারারাত
আমার খোলা আকাশে
জীবন ছন্দ হারায়
কষ্টরা ঝরে পড়ে তোমারই ভাবনায়।
(May29th, 2003).

বাংলা কবিতা Donde viven las historias. Descúbrelo ahora