তুমি ছিলে চৈত্রের খররোদে
বর্ষার অবিরাম বর্ষণে
রিনিঝিনি শব্দের মাঝে।ছিলে শরতের কুয়াশা ঝরা ভোরে
হেমন্তের হিমেল হাওয়ায়
চাঁদ গলা রাতে।ঘন কালো মেঘে যখন
ঢেকে গিয়েছিল আকাশ
তখনও তুমি ছিলে পাশে
উদার আকাশ আর বিশাল সমুদ্রের
ভালোবাসা নিয়ে!(March21th, 2000).
CZYTASZ
বাংলা কবিতা
Poezjaনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...
৩৫( ছিলে পাশে )
তুমি ছিলে চৈত্রের খররোদে
বর্ষার অবিরাম বর্ষণে
রিনিঝিনি শব্দের মাঝে।ছিলে শরতের কুয়াশা ঝরা ভোরে
হেমন্তের হিমেল হাওয়ায়
চাঁদ গলা রাতে।ঘন কালো মেঘে যখন
ঢেকে গিয়েছিল আকাশ
তখনও তুমি ছিলে পাশে
উদার আকাশ আর বিশাল সমুদ্রের
ভালোবাসা নিয়ে!(March21th, 2000).