৩৫( ছিলে পাশে )

0 0 0
                                    

তুমি ছিলে চৈত্রের খররোদে
বর্ষার অবিরাম বর্ষণে
রিনিঝিনি শব্দের মাঝে।

ছিলে শরতের কুয়াশা ঝরা ভোরে
হেমন্তের হিমেল হাওয়ায়
চাঁদ গলা রাতে।

ঘন কালো মেঘে যখন
ঢেকে গিয়েছিল আকাশ
তখনও তুমি ছিলে পাশে
উদার আকাশ আর বিশাল সমুদ্রের
ভালোবাসা নিয়ে!

(March21th, 2000).

বাংলা কবিতা Opowieści tętniące życiem. Odkryj je teraz