খোলা বারান্দায় বসে
ভেবে ভেবে তোকে
জমে নিরবতা
চায়ের কাপেতে।জমে বিষন্নতা
মেঘের ভাঁজে ভাঁজে
ঘনঘন বিদ্যুৎ চমকে
দেখি মুগ্ধ নয়নে তোকে।খানিক বাদে মিলিয়ে যায় স্বপ্নেরা
ঘন বৃষ্টির আড়ালে
ছলছল নির্বাক চোখ
আজও খুঁজে ফিরে ফেরারী সুখ।
(২০ই ডিসেম্বর,২০২৩ইং ).
أنت تقرأ
বাংলা কবিতা
شِعرনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...
৫৭( ফেরারী সুখ )
খোলা বারান্দায় বসে
ভেবে ভেবে তোকে
জমে নিরবতা
চায়ের কাপেতে।জমে বিষন্নতা
মেঘের ভাঁজে ভাঁজে
ঘনঘন বিদ্যুৎ চমকে
দেখি মুগ্ধ নয়নে তোকে।খানিক বাদে মিলিয়ে যায় স্বপ্নেরা
ঘন বৃষ্টির আড়ালে
ছলছল নির্বাক চোখ
আজও খুঁজে ফিরে ফেরারী সুখ।
(২০ই ডিসেম্বর,২০২৩ইং ).