৫৭( ফেরারী সুখ )

1 0 0
                                    

খোলা বারান্দায় বসে
ভেবে ভেবে তোকে
জমে নিরবতা
চায়ের কাপেতে।

জমে  বিষন্নতা
মেঘের ভাঁজে ভাঁজে
ঘনঘন বিদ্যুৎ চমকে
দেখি মুগ্ধ নয়নে তোকে।

খানিক বাদে মিলিয়ে যায় স্বপ্নেরা
ঘন বৃষ্টির আড়ালে
ছলছল নির্বাক চোখ
আজও খুঁজে ফিরে ফেরারী সুখ।
(২০ই ডিসেম্বর,২০২৩ইং ).

বাংলা কবিতা حيث تعيش القصص. اكتشف الآن