যদি কোন এক বসন্ত সন্ধ্যায়,
ঘন কালো আকাশের মায়াময় রূপ
ছুঁয়ে যায় নীরবতাকে,দু'জনার মনকে ;
সেদিন বলবো ভালোবাসার কথা ইশারায়।যদি উত্তরী ঝড়ো হাওয়ার বদলে,
বয়ে যায় দক্ষিণা বাতাস,
চোখে চোখ রেখে সেদিন প্রেমের কথা; বলবো দু'জনায়।যদি শরতে সাদা সজনে ফুল,
মাতাল ঢংয়ে দোলায় হৃদয়,
সেদিন বলবো চাওয়া-পাওয়ার কথা,
কবিতারা থাকবে কাঁপাকাঁপা ঠোঁটে,
একটি শাল জড়িয়ে দু'জনে,
কোন এক হেমন্তের পাতা ঝরা রাতে।
YOU ARE READING
বাংলা কবিতা
Poetryনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...