৩৪( যদি )

0 0 0
                                    

যদি কোন এক বসন্ত সন্ধ্যায়,
ঘন কালো আকাশের মায়াময় রূপ
ছুঁয়ে যায় নীরবতাকে,দু'জনার মনকে ;
সেদিন বলবো ভালোবাসার কথা ইশারায়।

যদি উত্তরী ঝড়ো হাওয়ার বদলে,
বয়ে যায় দক্ষিণা বাতাস,
চোখে চোখ রেখে সেদিন প্রেমের কথা; বলবো দু'জনায়।

যদি শরতে সাদা সজনে ফুল,
মাতাল ঢংয়ে দোলায় হৃদয়,
সেদিন বলবো চাওয়া-পাওয়ার কথা,
কবিতারা থাকবে কাঁপাকাঁপা ঠোঁটে,
একটি শাল জড়িয়ে দু'জনে,
কোন এক হেমন্তের পাতা ঝরা রাতে।

বাংলা কবিতা Where stories live. Discover now