৪৬( এক পথিকের মিনতি )

2 0 0
                                    

ব্যস্ত শহরের শান্ত আকাশে
হাজারো তারার মিছিলে
চলো না পথ ভেঙে হেঁটে চলি বহুদূর
চলতে চলতে পথে রাত থেকে হোক ভোর।

মেঘ বালিকা তোমার ঐ অন্তরের মতো চোখেতে চেয়ে
গাঢ় স্বপ্ন আঁকি
হৃদয়ের একূলে ওকুলে।

যেওনা চলে একটু দাড়াও
প্রেমের ডোরে বাঁধো আমায়
ছন্নছাড়া এক পথিকের মিনতি
সঙ্গে নেবে মনমোহিনী?

(October 30th, 2022).
{ উৎসর্গ : যাদের বয়স ১৭}

বাংলা কবিতা Donde viven las historias. Descúbrelo ahora