ব্যস্ত শহরের শান্ত আকাশে
হাজারো তারার মিছিলে
চলো না পথ ভেঙে হেঁটে চলি বহুদূর
চলতে চলতে পথে রাত থেকে হোক ভোর।মেঘ বালিকা তোমার ঐ অন্তরের মতো চোখেতে চেয়ে
গাঢ় স্বপ্ন আঁকি
হৃদয়ের একূলে ওকুলে।যেওনা চলে একটু দাড়াও
প্রেমের ডোরে বাঁধো আমায়
ছন্নছাড়া এক পথিকের মিনতি
সঙ্গে নেবে মনমোহিনী?(October 30th, 2022).
{ উৎসর্গ : যাদের বয়স ১৭}
ESTÁS LEYENDO
বাংলা কবিতা
Poesíaনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...