তোমার যাবার সময় হলো বলে চেয়ে দেখো......
ধরণী ডুবে গেছে নিবিড় ঘনতমশায়,
গগনে গগনে মেঘের ঘনঘটা বুঝি এখনই ঝরবে অঝোরে বারিধারা,
ধুয়ে মুছে দেবে দুজনার অনাগত কালের কষ্টগুলো।
বিদায় লগ্নে গোধূলির অতলে পৃথিবী যেন হারিয়ে ফেলেছে তার রূপ,
শীতের রিক্ত- নিঃস্ব প্রকৃতির মত!
কি করে জানাবো বিদায় তোমায়,
আমি যে বড় একা আর নিঃসঙ্গ
এই তোমাকে ছাড়া!!!
(October 12,1998).
BẠN ĐANG ĐỌC
বাংলা কবিতা
Thơ caনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...