৮{বিদায়}

16 1 0
                                    

তোমার যাবার সময় হলো বলে চেয়ে দেখো......
ধরণী ডুবে গেছে নিবিড় ঘনতমশায়,
গগনে গগনে মেঘের ঘনঘটা বুঝি এখনই ঝরবে অঝোরে বারিধারা,
ধুয়ে মুছে দেবে দুজনার অনাগত কালের কষ্টগুলো।
বিদায় লগ্নে গোধূলির অতলে পৃথিবী যেন হারিয়ে ফেলেছে তার রূপ,
শীতের রিক্ত- নিঃস্ব প্রকৃতির মত!
কি করে জানাবো বিদায় তোমায়,
আমি যে বড় একা আর নিঃসঙ্গ
এই তোমাকে ছাড়া!!!
(October 12,1998).

বাংলা কবিতা Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ