মনে পড়ে
সেই একুশের বইমেলা,
সাদা শাড়ি লালপাড়,
খোপায় লাল গোলাপ,
আর;
গেরুয়া রঙের পাঞ্জাবি,
একগুচ্ছ রজনীগন্ধা,
হাতে ছিল তোমার।মনে পড়ে
ধোয়া উঠা চায়ের কাপে,
মধুর ক্যান্টিনে,
বিশ্বকাপ নিয়ে,
তর্ক-বিতর্কের ঝড়।মনে পড়ে
লাইব্রেরীতে বসে,
পুরো বিকেলটা জুড়ে,
কবিতা আবৃত্তিতে ছিলে মুখর।মনেপড়ে
ঝুম বৃষ্টিতে ভেজা কাক হয়ে,
অজানা দ্বীপে খেলার ছলে,
স্বপ্নের নৌকায় চড়ে,
হারিয়ে যাওয়া বহুদূর।তারপর ;
আমাদের বিয়ে
ছোট ছোট খুনসুটি
মান অভিমানের খেলা।অমাবস্যার রাতে,
সকল চোখ ফাঁকি দিয়ে,
ছাদের এক কোণে,
সারারাত চুপি চুপি তারাগোনা
মনে পড়ছে কি তোমার?দিনগুলো ছিলো কি মিষ্টি মধুর?
নাকি ছিলো বিষাদের সুর,
কিছু অতৃপ্ত চাওয়া-পাওয়ার,
অতৃপ্ত ভালোবাসার,অতৃপ্ত জীবন।
(December 12th, 2022)
Sunday at 8:30pm.
ESTÁS LEYENDO
বাংলা কবিতা
Poesíaনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...