তুমি চলে গেলে যেদিন সেই থেকে
আমার ভালবাসার ঘর শূন্য,শূন্য আঙ্গিনা
নিষ্ঠুর নিয়তির কঠিন দেয়াল করেনি-তো তোমায় মনের আড়াল..........
তাইতো বসন্ত হয়ে, কথার জালে জড়িয়ে আবেশে স্বপ্নে আসো ফিরে বার বার।লাজে রাঙা বধূ হায়! কামনার চোখে দেখি তোমায়,
সাধ হয় ছুয়ে দেখবার, ফুরফুরে হাওয়ায় মধু মাখা আদরে ভেসে যাবার
ভোরের শিশির মেখে গায়
স্নান করবো বলে.......
ভালোবাসারা কাঁদে তোমার জন্যে।
(Oct:20th, 2003).
CZYTASZ
বাংলা কবিতা
Poezjaনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...