৫৬( এই অগ্রহায়ণে )

0 0 0
                                    

এই অগ্রহায়ণে......কুয়াশার দেখা মেলে
ভোরে আর বিকেলে
নরম রোদের ভাঁজে ভাঁজে
দূরের গ্রামগুলোতে।

ধান কাটা শেষে মাঠগুলো মুখর থাকে
চড়ুইয়ের কোলাহলে
কেউ খড় কুড়ায়
কেউ মুখে ধান লয়।

সেদ্ধ ধানের মিষ্টি গন্ধ ভাসে
শেষ রাতের হিম বাতাসে
ধান ভানে নতুন বউ
ঘোমটা টেনে টেনে।

চাঁদ ছড়ায় হিম জোছনা
জড়োসড়ো হয়ে থাকা
ঘুমন্ত গোটা পল্লীর আঙিনায়।

এই অগ্রহায়নে......
দোয়েল,টুনটুনি, মাছরাঙ্গা,বুলবুলি
ঘুঘু আর ফিঙ্গেদের দেখা মেলে
বারান্দার গ্রিল ঘেঁষে বেড়ে ওঠা
বড়ুইয়ের পাতার ফাঁকে ফাঁকে।

তারাভরা আকাশ
ঝুলে থাকে সারারাত
এঁকে চলি বাংলার সরল সবুজ ছবি
নিজেরই অজান্তে-একান্তে;
বসে আমার এই ছোট্ট বারান্দায়
এই অগ্রহায়নে.......।
(৬ই জানুয়ারী ২০০৯ইং ).

বাংলা কবিতা Where stories live. Discover now