তুমি কি দেখেছো নীলিমার বুকে মেঘের তুখোড় খেলা?
ঝাউবনে একাকী ছুটে যাওয়া বৈশাখী বাতাস,
দেখেছো কি গুড়ি গুড়ি বৃষ্টিতে কৃষ্ণচূড়ার ডালে বসে থাকা একজোড়া শালিক?
কচি ধানের বুকে সবুজ ঢেউয়ের খেলা
হেঁটেছো কি কখনো খালি পায়ে শিশিরে ভেজা নরম ঘাসের গালিচায়?
কান পেতে শুনেছ কি ওদের মিষ্টি ভাষার গুঞ্জরণ?
ধূসর কুয়াশায় আচ্ছন্ন বনভূমিতে
একাকী নির্জনে দাঁড়িয়ে
দেখেছো কি পাতা ঝরার করুণ দৃশ্য?
জানতে পেরেছো কি
নিঃশব্দে ঝরে পড়া কষ্টের কথা?
জাননি,তুমি জাননি
তুমি অনুভবে বুঝতে পারনি সরল প্রকৃতির ভাষা,
কোন বিরহিনী পাখির গোপন ব্যথা,
তার ভালোবাসার গভীরতা।
তুমি শুধু দেখেছো শিল্পীর তুলির আঁচড়ে আঁকা রং করা কৃত্রিম প্রকৃতি,
আর পেয়েছিলে সাধারণ ফুলের ছোঁয়া,
যা তোমার কাছে আজ অতি পুরনো।
(June 27th,1998).
VOCÊ ESTÁ LENDO
বাংলা কবিতা
Poesiaনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...