তোমার যাবার পথে খানিক আগে
বিরহী আকাশ অবিরাম বারিধারায়
ঝরিয়েছিল ফুল
তোমার অপেক্ষায়।পাহাড়ের কোল ঘেঁষে
ফার আর বার্চের সারি
বুঝি আড়ি তার;
নীল ঢেউ এর সাথে
আছড়ে পড়ছে তীরে
না পাওয়ার বেদনায়।
BẠN ĐANG ĐỌC
বাংলা কবিতা
Thơ caনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...
৪১( না পাওয়ার বেদনা)
তোমার যাবার পথে খানিক আগে
বিরহী আকাশ অবিরাম বারিধারায়
ঝরিয়েছিল ফুল
তোমার অপেক্ষায়।পাহাড়ের কোল ঘেঁষে
ফার আর বার্চের সারি
বুঝি আড়ি তার;
নীল ঢেউ এর সাথে
আছড়ে পড়ছে তীরে
না পাওয়ার বেদনায়।