৪৫(আপন-পর )

0 0 0
                                    

যাদের আপন ভেবে মন কাঁদে
তারাই ভাবে পর
যাদের ভালোবেসেছিলাম
তারাই পিঠে ছুঁড়ে ঘৃণার পাথর।

যারে দিলাম আলো ভরা ঘর
সে যে আঁধারে ঢেকে দিল সেই ঘর।

যারে বাঁধিলাম খোপায় পরম সুখে
সে যে ঝরিয়া গেল
ঝরা বকুলের মত
বিকেলের অবসান না হতেই।

যাদের জন্য ছিল পুরো পৃথিবী
তারাই পরালো শাসন নামের বেড়ি
কোমল পায়।
(October 7th, 2022).

বাংলা কবিতা Donde viven las historias. Descúbrelo ahora