মাঝরাতে জানালায় দাঁড়িয়ে একা,
পরিবেশটা বেশ থমথমে, যেন রহস্যের মায়াজালে মোড়ানো ঘুমন্ত এই পৃথিবীটা, যেন কিছু বলতে চায় আমায়!
তারপর; বিন্দু বিন্দু মেঘেরা
বিষাদ সিন্ধুতে পরিণত হলো
করবি আর আমের মুকুলে দোল
দিয়ে গেলো দক্ষিনা দমকা হাওয়া, সেতারে বেজে উঠলো
একটানা রিমঝিম সুর,
সুরের মূর্ছনায় অনূরনিত হলো
চৈতালী রাত,
শিহরিত হলো শীতল স্পর্শে;
এ-যেন পরম পাওয়া।
সাদা আলোর ঝিলিক রাতের গভীরতাকে
আরও বাড়িয়ে দিল,
ভেজা ফুলের মাতাল সুবাস এলো ঘরে, বৃষ্টি এলো ঘরে;
এ যেন তোমার গোপন উপস্থিতি
ভিজে গেলো মন,
ছুয়ে গেলো বসন্ত,
চৈতালী রাতের সপ্নিল ভালোবাসায়।
(May 5th,2002).
KAMU SEDANG MEMBACA
বাংলা কবিতা
Puisiনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...