এসো বর্ষা ঘন কালো মেঘের ডালা হাতে
আমার এই শ্যামল বাংলার দ্বারে
এসো রিনিঝিনি কাঁকন বাজিয়ে
মেঘের গুরু গম্ভীর গর্জনে
প্রশান্তির বারতা নিয়ে।এসো ভিজায়ে করবি লতা গেঁথে আছে যে ছাদের ভাঁজে
যেথা বেলীর ঝাড় জ্যোৎস্না রঙা ফুলে ছাওয়া
যেথা শিশির জমে থাকে রাঙা আলুর নরম খয়েরী ডগায়
ছোট ছোট রুপালি চাঁদের ন্যায়!এসো সে আঙ্গিনায়
এসো খরার বাংলায়
ধুয়ে মুছে দাও সমাজের দীর্ঘ কালো রাতের সকল জড়তা, দুঃখ-দুর্দশা
ভরিয়ে দাও সকল জীবন সজীবতায়।
(৩১শে জুলাই,২০০৬ইং ).
YOU ARE READING
বাংলা কবিতা
Poetryনিজের কিছু কথা:) আস্সালামুআলাইকুম, যখন আমার বয়স ১৩ কি ১৪ তখন থেকে একটু একটু করে কবিতা লেখার চেষ্টা করতাম। প্রথম দিকে কিছুই হত না তারপর ; স্বপ্নটাকে একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকি! আমি কোন কবি নই, আপনাদের কবি হতে চাই!কবিতা মনের...