১৩

1 0 0
                                    

জংগলে, আলোটি আস্তে আস্তে একটি সুন্দর মহিলায় পরিনত হল। রাজাটি অবাক হয়ে গেলো এবং এই দৃশ্যটির দিকে রাজা অনেক্ষন ধরে তাকিয়ে ছিল এবং মুখ হা হয়ে তাকিয়ে ছিল। আলোটি এমন ছিল যে রাজা চোখ বন্ধ করতে গিয়ে করতে পারলো না। মহিলাটি ছিল লম্বা চুল, পরীর মতো চেহারা। তার মাঝে পড়ে ছিল লম্বা লম্বা সাদা কাপড়।

"ও মানব, আপনাকে স্বাগতম। আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ" বলল পরী।

"আপনি কে?" তোতলায় জিজ্ঞ্যাসা করলো রাজা সাহবাজ।

"আমি কোনো মানুষ নই, আমি পরী অথবা বলতে পারেন একজন বনের অভিভাবক" বলল পরী।

"আপনি কেন এসেছেন?" জিজ্ঞ্যাসা করলো রাজা।

"জীবনের অর্থ ভুলে গেছেন? আহারে! আপনার মা যদি বেঁচে থাকতেন, এই অবসস্থা দেখতে হত না। আপনার সবচেয়ে বড় ভুল যে আপনি না জেনে এক নিরীহ মরব্বিকে হত্যা করেছেন। আপনার কি এই জিনিসটি জানা নেয় যে খারাপ ব্যাবহার করাটা কতটা গভীর পাফ?" বলল পরী।

"সত্যি কথা বলতে গেলে, আমার বাবা মা এই দুনিয়ার থেকে যাওয়ার পর, যে শিক্ষানীয় ব্যাপার আমি এখান থেকে এড়িয়ে চলেছিলাম। আমাকে ক্ষমা করে দিয়েন। আমি রাজা হতে চাই না! আমি অস্যহায়ের মতো জীবন কাটাতে চাই" বলল রাজা।

"এখন থেকে, আপনি একটি উপহার পাবেন। কাজে লাগবে" বলল পরী।

"কি ধরনের উপহার?" জিজ্ঞ্যাসা করলো রাজা।

"আপনি নিজেয় বুঝতে পারবেন" বলল পরী।

সে পরীর থেকে তারা হয়ে আঁকাসে চলে গেলো। রাজা অবাক হয়ে নিজেকে প্রশ্ন করলো। যে পরীটি আঁকাসে চলে গেলো সে কি, তার মা ছিল? তবে আব্দুল, যুবা এবং সাবু স্মৃতির গলি থেকে লাফ দিয়ে বর্তমান দুনিয়ায় চলে আসলো।

"বাপার! এইটা তো আমার মতো ঘটনা! তার মানে যে পরীটি এসেছিল, তার মানে, সে রাজা সাহাবাজের মা, আমি সঠিক কি না?" জিজ্ঞ্যাসা করলো আব্দুল।

"হ্যা ঘটনা তোমার মতো, কিন্তু পার্থক্য এইটা যে রাজাটার তোমার চেয়ে অনেক বেসী অহংকার ও রাগ ছিল, জেনে না জেনেও ক্ষতি করতো । চিন্তা কর না, তুমি ক্ষতি করলেও এইটা ইচ্ছাকৃত ছিল না" বলল সাবু।

শান্তিপারা সমগ্র (Peaceland Trilogy Bangla Edition)Where stories live. Discover now