৬৪

1 0 0
                                    


১৪

"আব্দুল, সেহারা ভাবীর হুস-জ্ঞ্যান নেয়। কি করবো? বুঝছি না, ভীর জমে আছে!" বলল কাড়া।

"তাহলে, তাকে গুহার ভিতরে নিয়ে চল। ওইখানে আমরা চিকিৎসা করবো" বলল আব্দুল।

স্ত্রী বানরেরা, আব্দুল হস, সেহারার বেহুস শরীরটি নিয়ে গেলো পালকির মতো। যখন সেহারার হুশ-হারা দেহটাকে, পাথরের তৈরীর খাটে রেখে দিয়ে চলে গেলো। ভিতরে উপস্থিত হল শাহানা, তার কারণে সেহারার শরীরটাকে কিছু সময়ের জন্য ঠিকভাবে দেখতে পেলো না।

"স্যার, আমি জানি যে আপনার স্ত্রীকে অনেক ভালোবাসেন। তবে এখন হতো আমার কিছু প্রশ্ন করার জন্য ভুল হবে। আচ্ছা, আপনার রফিক ছাড়া আড় কোনো কলেজের বন্ধু ছিল?" জিজ্ঞ্যাসা করলো শাহানা।

"হ্যা, ছিল। কেন?" জিজ্ঞ্যাসা করলো আব্দুল।

"আমার মা বলে ছিল যে, আমার বাবা একটি দুর্ঘটনায় মৃত হয়ে ছিল। তার বিনিময়, রফিক এবং আপনাকে বাঁচিয়ে ছিল যিনি" বলল শাহানা।

"তোমার মা কে?" বলল আব্দুল।

"শেখ ফরিদা রহমান" বলল শাহানা।

"তোমার বাবা এই দুর্ঘটনার আগে এই বিয়েটি গোপনে করেছিলো। তোমার বাবা যদিও একটু সরল ধরণের মানুষ, তবে, কলেজে থাকতে, তোমার মায়ে প্রেমে পড়ে, সে বিয়ে করেছিলো কাজি অফিসে। তখন শাক্ষি ছিলাম আমি এবং রফিক। তবে, জানতাম না তখন, রফিকই সে শয়তান কিফার ছিল। যদি জানতাম, আমি সেহারাকে আরো তাড়াতাড়ি আটকাটে পারতাম। সাথে এই দুর্ঘটনা হত না। কিন্তু, এই দুর্ঘটনা না হলেও আমি আজ এই পরিস্থিতিতে থাকতাম না। আরো অলস হয়ে যেতাম" বলল আব্দুল।

"তার মানে, আপনি আমার বাবাকে হত্যা করেন নিই। আসলে কিভাবে হল?" বলল শাহানা।

"ভালো-খারাপ বলতে কিছু নেয়, বন্ধু। গল্পের কিন্তু, দুই দিকে থাকে। কার্ল মার্ক্স বলেছিল, ভিন্ন দৃষ্টিতে তাকাও। ওই শয়তান কিফার আমার যে মগজ ধোলায় করেছিল যে আমি দুনিয়ার বাস্তবতা দেখতে দেরী করেছিলাম। সে যদি সম্রাট, বলতে, তোমার বাবাকে না হত্যা করতো, তাহলে আজ আমি শান্তিপারার জালে পড়তাম না। সে আমার কোম্পানির দায়িত্ব নিত। সাথে, আমি কোম্পানিটা বন্ধ করেছি কারণ সব সম্পদ নিশির জন্য রাখা হয়ে ছিল। আমি দাক্তারকে বলে ছিলাম যে আমার মেয়ে সাধারণ মানুষের মতো হয়। তাই আমি কোনো দিন, চাই নি যে নিশি, তার নিজের সম্পত্তির ব্যাপারে জানুক। আই ডোন্ট অয়ান্ট মাই ডটার টু বি এ গোল্ড ডিগার। আমার মেয়েকে সম্পদের লোভি হতে দিব না। দাক্তার, এইটাই ভালো করেছে। আমার মেয়েকে মানুষের মতো মানুস করেছে। এইটি শোনার সত্যেও, কি 'বনের ডাক', বইটি পড় নিই? " বলল আব্দুল।

শান্তিপারা সমগ্র (Peaceland Trilogy Bangla Edition)Where stories live. Discover now