৪
তারপরের দিন, কিছু শিক্ষকেরা উত্তরের কাগজ এবং এসাইন্ম্যন্ট-এর কাগজ চেক করলো। সাথে দেখলো জ্যারেড এবং শাহানা। ধরাটি খেলো যে উওর গুলো হুবাহু করেছিল। সাথে পড়লো শিক্ষকের সন্দেহ। কিন্তু নিশি এবং কবির যতটাই বোকা বা পড়ুয়া হোক, তারাই এতো চালাক যে শব্দ, বাক্য এবং অর্থ পালটিয়ে দিয়ে ছিল। সাথে কিছু সন্ধান, যোগ করে ছিল। শাহানা বাস্কেটবল মাঠে খেলাটি চর্চা করছিল। মাঠ ছিল খালী। কেও ছিল না। সাথে এলো একজন শিক্ষিকা। লম্বা বগের মতো এবং চুল তেলতেলা, সাথে বাদামী। সাথে গলা ছিল লম্বা আর নাক ছিল চীলের মতো। ছিল একটু গম্ভীর মেজাজে।
"মিস শাহানা, আপনাকে প্রিন্সিপ্যাল স্যার অফিসে ডেকেছে, আপনি দয়া করে আসেন" বলল শিক্ষিকা।
"জি, হার্মিয়া মিস। আসছি" বলল শাহানা।
তারপর সে অফিসে গেলো। সেখানে বাচ্চাদের মতো ঠোট ব্যাকা করে মন খারাপ করে বসে ছিল। নিশি এবং কবির এই অবস্থা দেখে হাসাহাসি করে ছিল। শাহানা হতে চেয়েছিল স্কুলের মহা রানী। তবে হয়ে গেলো ডাইনী বুড়ি। কিন্তু শাহানার দুঃখের হাসি দেখে থেমে গেলো নিশি এবং কবিরের হাসি। নিশি এবং কবির ক্লাসের ভিতরে ঢুকল। মিস হারমিয়া ক্লাসরুমে বসা ছিল। ছাত্ররা নীরবে ছিল। তিনি ঘোষণা দিলেন-
"ছাত্রগন, আপনাদের কিছু বলতে চাই। আগামী সপ্তাহে, আমরা যাচ্ছি একটি বিশেষ বড় বনভোজনে। সেটি মাত্র এক সপ্তাহের জন্য। কারণ, আমরা সবসময় সহরী জীবনটাই দেখে অভ্যাস করে এসেছি। তবে আমরা অনেক দিন হল লেকের পাসে ক্যাম্প এ যাই না। বলতে গেলে শুধু সামার ক্যাম্প, নয়। সাথে হল আপনি জংগলে কি কি পরিবেশ দুশনজনক পেয়েছেন, এটি নিয়ে আলোচিত হবে। 'ফ্রাইডে দ্যা থার্টিন' মুভির কথা মনে পড়ে, বৎসরা?"
"ওই যে, এক ভুত যে হকির মুখোশ পড়ে এবং কুড়াল বা চেইন্স্য দিয়ে প্রত্যেক বিশোরীদের হত্যা করে। নাম কি যেন...জেসন ভর্হিস, তাই না?" বলল নিশি।
"হ্যা নিশি...কিন্তু এই কৃস্টাল লেকের কোনো আতঙ্কঞ্জিত কম্পন নেয়, জনাবা, তার মানে ভয়ের কিছু নেয়। এমনি খুবই ঠান্ডা এবং সুন্দর বাতাস। আসা করি, অনেক ভালো লাগবে" বলল মিস হার্মিয়া।
![](https://img.wattpad.com/cover/287783570-288-k780609.jpg)
YOU ARE READING
শান্তিপারা সমগ্র (Peaceland Trilogy Bangla Edition)
Fantasy1- বনের ডাক জীবনে কিছু বিষয় আছে যেমন ভালোবাসা ও অহংকার। এই দুই অনুভুতিকে আমরা ভাগ করতে পারি না কারণ আমাদের মতো মনুষ্য প্রাণীতা কিছুটা বিচিত্র ধরণের। আমি, আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা নিয়ে আমার মনে নানা রকম প্রশ্ন তৈরি হয়। আমরা, মানুষের মতো...