বৃষ্টি পড়ছিল, ছিল মধ্যরাত এবং আভহাওয়া ছিল অনেক ঠান্ডা। আব্দুল ও ক্যাপ্রেন পাহাড়ের মধ্যপথে গেলো।বৃষ্টি এবং ঝড় এমন ভাবে পড়ছিল যে তারা মোটা নারিকেলের পাতার তইরী কাপড় দিয়ে তাদের শরীর গরম করলো। আব্দুলের পুরা দাড়ি ও শরীর পুরা ভিজে গেছিলো। তার সাথে ক্যাপ্রেনের কিউট লোম ভিজে ফুলে গেছিলো। বৃষ্টি থেমে গেলো, তারপর দুইজন পৌছায় গেলো কাঁকের আড্ডা খানায়। তারা গাছের ডালের উপরে আড্ডা মারছিল। কাঁক ছিল ৫ জন। গাছের ডালের নীচে ছিল শোনালী রঙের পুদিনা পাতার গাছ। চার পাসে ছড়ানো ছিল এশ রঙের পাথর। আভহাওয়া একদম মেঘলা ছিল।
সে কাঁকদের চোখে ফাকি দিয়ে ভিতরে ধুকতে লাগলো। কিন্তু কাঁকের নেতা তাকে শব্দ দিয়ে থামিয়ে দিল।
"আপনার এখানে আসার উদেস্য কি?" জিজ্ঞ্যাসা করলো কাঁকের নেতা।
"আমি এই গাছ থেকে একটি পাতা নিতে চাচ্ছি। এই উদ্দেস্যে এসেছি" বলল আব্দুল।
"কিন্তু কারণটি তো স্পষ্টভাবে বল নিই" বলল কাঁকের নেতা।
"বিদেশ থেকে আগত এক কোয়ালা ভালুক অসুস্থ হয়ে গেছে। তার সাথে আমার এখানে এসেছে। এই পুদিনা পাতাটি অনেক জরুরী" বলল আব্দুল।
"রোগটির নাম বল। না পারলে বর্ননা দাও" বলল কাঁকের নেতা।
"রোগটি এমন যে পুরা শরীর সবুজ ফরা উঠে গেছিলো। এমন লাগছিল যে সে অনুবৃস্টির থেকে উঠে ছিল" বলল আব্দুল।
কাঁক চমকে গেলো।
"এই ২০০ বছর আগের বিখ্যাত রোগ? এই এয়ামো রোগ? সে রোগ তো ২০০ বছর আগেয় এক মন্ত্রী অন্যরকম ধোয়া বানিয়ে আমাদেরকে হত্যা করতে চেয়েছিল। সেটা ছাড়াও, কিছু কারণেও যুদ্ধ হয়ে ছিল। আমি আজকে আমার নিয়ম ব্যাবহার করলাম না। আগের বার, এরকম কারণের জন্য রাজা এসে ছিল। আমি এই পাতা নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিলাম" বলল কাঁকের নেতা।
কাঁকের নেতা শিশ বাজানোর পর আসলো একটি বড়, খাঁটি শোনালী রঙের গল পাখি।
আব্দুল অবাক হয়ে দেখল যে তার পাখা শিড়ির মতো হয়ে গেলো।
"অসুবিধা নেয়, আপনারা পাখির উপর ঊঠতে পারেন" বলল কাঁকের নেতা।
BINABASA MO ANG
শান্তিপারা সমগ্র (Peaceland Trilogy Bangla Edition)
Fantasy1- বনের ডাক জীবনে কিছু বিষয় আছে যেমন ভালোবাসা ও অহংকার। এই দুই অনুভুতিকে আমরা ভাগ করতে পারি না কারণ আমাদের মতো মনুষ্য প্রাণীতা কিছুটা বিচিত্র ধরণের। আমি, আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা নিয়ে আমার মনে নানা রকম প্রশ্ন তৈরি হয়। আমরা, মানুষের মতো...