১২
এইবার, মার্কিন মানসিক আস্রয়-এর ক্রিমিনাল অওয়ার্ড। আরো অন্ধকার এবং ভয়ংকর পরিবেশ। সেহারার অকর্মের কারণে আমার অনুমতি ছাড়া, তাকে ক্রিমিনাল অওার্ড-এ নিয়ে গেছিলো। তখন আমি নিশিকে খোঁজ করার জন্য এক সপ্তাহের সময় নিয়েছিলাম। মানসিক আশ্রয়তে চারপাসে কুয়াসা বের হচ্ছিল। অন্য পৌরজনেরা ঘুমের মধ্যে ভয়ংকর স্বপ্ন দেখা শুরু করলো। দেয়ালে আঁকা ছবি গুলো কুয়াসায় শিশিরের বদলে বরফ হয়ে গেলো। সেহারা এখনো আইসোলেশন অয়ার্ড-এ কিন্তু আসামি শাখায়। সেখানেয় আসছিল কালো ঘুমটা (হুডি), পড়ার মানুষ। সেহারার ভয়ে শরীর কাপছিল।
"কি, সেহারা, এখন তো আমার ক্ষমতা বুঝলি। যাইহোক, আমি শুনলাম যে তোমার সুন্দরী কন্যা, নাম কি যেন...হ্যা, নিশি, সে তো শান্তিপারায়, তাই না?" বলল হুড পড়ার লোকটি।
"ওই নোংরা শুওর! তুই আমার মেয়ের আসে-পাসে আইবি না!" বলল সেহারা।
"তুমি অনেক দেরী করেছো। এখন বুঝলাম যে মানব দুনিয়ার থেকে আমার চেয়ে ক্ষমতাশীল ব্যাক্তি আছে, যে আমাকে শেষ করতে পারবে। তবে আমি এইটা মানি না। কারণ তার ক্ষমতা এবং শক্তি এখনো ব্যাবহার করতে শিখে নিই" বলল ঘুমটা পড়ার লোকটি।
"তুমি আমার স্বামীকে উধাও করেছো, সাথে তুমি নিরীহ মানুষদের কষ্ট করাতে চাও, সাথে আমার মেয়েকেও হত্যা করতে যাচ্ছো। কি চাস তুই?" চীৎকার দিয়ে বলল সেহারা।
"আমি শুধু, এই পৃথিবীর নোংরা পরিবেশকে পরিস্কার করতে চাই। এমনভাবে যে শান্তিপারার জানোরেরা মানুষ প্রজাতির গোলাম হিসাবে পরিণত হবে। শান্তিপারা তো, আমাদের মানুষ প্রজাতিকে ধ্বংস করছে" রেগে বলল লোকটি, ঘুমটা পড়া।
"ফর ইয়র কাইন্ড ইনফোর্মেশন, শান্তিপারা কোনোভাবে আমাদেরকে ধ্বংস করে নিই। কিন্তু তোমার মতো নিরজাত, এবং নির্লোজের কারণে এই ধ্বংসটি হচ্ছে। তুমি তো বাঁচবি না! তোরে, শান্তিপারার সেতু এসে শেষ করে দিবে। থু !" আর্থনাদ করে বলল সেহারা।
ঘুমটা পড়ার লোকটি, সেহারার ভিতরে ঢুকল। তারপর তার শরীর ঠান্ডা হয়ে গেলো। সাথে পরিস্থিতি হলে অন্যরকম। কুয়াসার মাধ্যমে আসামির সাখার বাকি পৌরজনদের সব সর্দি কাঁসি এসে গেলো। সে আইসোলেশান অয়ার্ড-এর দর্জা ভেঙ্গে বের হয়ে গেলো। দরজা এমন ভেঙ্গে গেলো যে দরজাটি সিকিউরিটি অফিসের নীচে চলে গেলো। সাইরেন বেজে উঠলো। সিকিউরিটি আইসোলেশন অয়ার্ডে চলে গেলো। দেখলো যে খালী। সেহারার ভর করার শরীরটি উড়ে উড়ে, অট্টহাসি দিয়ে বের হয়ে গেলো পাগলাগাঁড়ের থেকে। সিকিউরিটি তাকে পারার পুর্যন্ত ধাওয়া করতে ছিল।
BẠN ĐANG ĐỌC
শান্তিপারা সমগ্র (Peaceland Trilogy Bangla Edition)
Viễn tưởng1- বনের ডাক জীবনে কিছু বিষয় আছে যেমন ভালোবাসা ও অহংকার। এই দুই অনুভুতিকে আমরা ভাগ করতে পারি না কারণ আমাদের মতো মনুষ্য প্রাণীতা কিছুটা বিচিত্র ধরণের। আমি, আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা নিয়ে আমার মনে নানা রকম প্রশ্ন তৈরি হয়। আমরা, মানুষের মতো...