"শুভ দুপুর,
ভদ্রপুরুশ ও সাহসী নারীরা। আজকে আমি, ক্যাপ্রেন আপনাদের ধারাবার্শকার! আজকে হবে সবচেয়ে বড় প্রতিযোগিতা- এক বাঘ এবং এক মানুষ। এখন আমাদের রক্ষাকর্তা আব্দুল বুকডাউন দিচ্ছে, তার সাথে রকো ভুক্তদের হাই হ্যালো দিচ্ছে। আজকে হবে বড় সর কুস্তি! আমরা আজকে দেখবো, এই ময়দানে কে জিতবে? মানুষ না বাঘ? এখন রেডি ১,২,৩, গো!" ক্যাপ্রেন চীতকার দিয়ে মন্তদ্য দিচ্ছিল।
আব্দুল এবং রকো ময়দানের ভিতরে ঢুকে গা গরম করলো। তারা একজন আরেকজন কে রাগের হুঙ্কার দিচ্ছিল। রকো আব্দুলের উপর ঝাপ্টাতে লাগলো, কিন্তু আব্দুল সরে গেলো।
"ও রে রকো তো এক শট মিস করলো। ও রে আমার বাঘা, করিও ক্ষমা" বলল ক্যাপ্রেন।
"তুমি তো অনেক ভালো করছো। কীভাবে করলা" জিজ্ঞ্যাসা করলো রকো।
"শিক্ষার কোনো শেষ নেয়, বন্ধু। বই পুস্তকে পড়লাম যে বাঘ কামড় দিলে জীবাণু হয়? সঠিক নাকি?" বলল আব্দুল।
"হতে পারে ঠিকি, কিন্তু শান্তিপারার বাঘ এই কাজ করতে পারবে না" বলল রকো। সে আব্দুলকে মারতে গেলো, কিন্তু আব্দুল হঠাত ছায়ার মধ্যে গায়েব হয়ে গেলো। রকো আব্দুলকে খুঁজতে খুঁজতে আব্দুল পীছন থেকে জোরে লাত্থি মারলো। রকো এতোটা আঘাত পেলো যে তার মনে কষ্টে আব্দুলের পেটে হালকা খামছি মারলো। তবে আব্দুল হার মানে নিই।। আব্দুল রকোর পেটে ঘুষি মারলো যে রকোর দাঁত ভেঙ্গে গেছিলো এবং তার পেটে চাপ লেগেছিল। তারপর, তারা দুর্বল হওয়ার পর শান্তিপারার ময়দানের বালিতে হামাগরি দিতে লাগলো। আব্দুল তারপর রকোকে ঘুষি মেরে ময়দানের বাহিরে গুহার সামনে ফেলে দিল।
"কে তোমাকে এই পদ্ধতি শিখিয়েছে?" বলল রকো।
"কোনো শিক্ষক আমাকে শিখায় নিই, আমি নিজের থেকে শিখেছি" বলল আব্দুল।
রকো মুচকি হাসল।
"তুমি তো আসলেয় রাজা সাহাবাজের বংশধর। আজকে আমি হার মেনে গেলাম" খুশিতে কেঁদে বলল রকো।
"না, তুমি জিতে গেছো রকো। আমি তো সত্যিকার বিজয়ী নই" বলল আব্দুল।
ESTÁS LEYENDO
শান্তিপারা সমগ্র (Peaceland Trilogy Bangla Edition)
Fantasía1- বনের ডাক জীবনে কিছু বিষয় আছে যেমন ভালোবাসা ও অহংকার। এই দুই অনুভুতিকে আমরা ভাগ করতে পারি না কারণ আমাদের মতো মনুষ্য প্রাণীতা কিছুটা বিচিত্র ধরণের। আমি, আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা নিয়ে আমার মনে নানা রকম প্রশ্ন তৈরি হয়। আমরা, মানুষের মতো...