তৃতীয় পর্ব

74 0 0
                                    

০৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত কলেজগুলোতে প্রতিদিন ক্লাস হয় না, এটা সবার জানা। কিন্তু কিছু কলেজে ক্লাস নেওয়া হলেও শিক্ষার্থীর দেখা মিলে না। কারমাইকেল কলেজ সেরকমই একটি কলেজ। কিছু বিভাগে নিয়মিত শিক্ষার্থীদের দেখা মিললেও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সেই সংখ্যা খুবই সীমিত। বিপর্ণার মতো যারা সদরে বাস করে কিংবা আশেপাশে মেসে থাকে অথবা হোস্টেলে থাকে তারা কয়েকজন রুটিন মেনে ক্লাস করে। প্রথমবর্ষের পরীক্ষার পর খুব দ্রুত দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হয়েছে। অন্যদিনের মতো ক্লাসে মনোযোগী হতে পারছে না বিপর্ণা। আফরা চলে গেছে রাজশাহী। আশেপাশে পরিচিত বান্ধবীরা থাকলেও বিপর্ণার মনে আফরার জায়গাটি এখনো ফাঁকা পরে রয়েছে। তাই ক্লাস শেষ হতেই দ্রুত পা চালালো বাড়ির পথে। কিন্তু কয়েক কদম এগিয়ে যেতেই দুজন ছেলে এসে সামনে দাঁড়ালো। ছেলেগুলোকে বিপর্ণা চেনে। ছাত্রলীগের সক্রিয় সদস্য। প্রথম বর্ষের ফরম ফিলাপের টাকা জমা দেওয়ার সময় ওরা যখন কলেজ ব্যাংকের সামনে লাইন ধরে দাঁড়িয়ে ছিলো তখন পেছনের ওই ছেলেটা কোনো নিয়ম না মেনে বাইক থেকে নেমে সোজা লাইনের সামনে গিয়ে সবাইকে সরিয়ে একজন শিক্ষার্থীর টাকা জমা দিয়েছিলো। অনৈতিক কাজটিতে সবাই বিরক্ত হলেও প্রতিবাদ করার সাহস হয়নি কারো। এদের দাপটে ক্যাম্পাসে খুব একটা সমস্যা না হলেও এরকম কিছু পরিস্থিতিতে হেনস্থার স্বীকার হতে হয়। সাধারণ শিক্ষার্থীরা পারতপক্ষে এদের এড়িয়ে চলার চেষ্টা করে। কিন্তু আজকে কি মনে করে বিপর্ণার সামনে হাজির হয়েছে কে জানে!

বিপর্ণার সামনে দাঁড়িয়ে খুব ব্যস্ত ভঙ্গিতে আজম বললো,
-  রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট না?

মনে মনে বিরক্ত হলেও খুব বিনয়ী কন্ঠে সালাম দিয়ে বিপর্ণা জবাব দিলো,
-  জ্বী ভাইয়া।
-  শুনলাম তোমাদের নাকি ক্লাস হচ্ছে না ঠিকমতো।
-  নাহ ভাইয়া। ক্লাস নিয়মিত হচ্ছে।
-  কয়েকজন জুনিয়র এসে নালিশ করে গেলো সেদিন। আচ্ছা যাই হোক, ক্লাস করো ঠিক মতো। কোনো সমস্যা হলে জানাবা। আমাকে চিনো তো?
-  নাহ ভাইয়া।
-  কি বলো! আমাদের কলেজে পড়ো আর আমাকে চিনো না। আমার নাম আজম। আর এই যে উনি হচ্ছে বাসিম ভাই। বাংলা ডিপার্টমেন্টে ফাইনাল ইয়ার। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। উনাকেও চেনো না?
-  নাহ ভাইয়া।
-  নাম কি তোমার?
-  স্যরি ভাইয়া। ক্লাসের বাইরে তেমন একটা ক্যাম্পাসে আসা হয়না। রাজনীতির ব্যাপারে তেমন একটা আগ্রহ নেই। এজন্য চিনতে পারিনি। কিছু মনে করবেন না।

অলীককায়াWhere stories live. Discover now