2

61 1 0
                                    

বগুড়া সদরে আকবর পরিবার ব্যবসায়িক অঙ্গনে ভীষণ পরিচিত মুখ। অনেক বছর ধরে  এরা বগুড়ায় সবজির ব্যবসা করে আসছে। কাঁচা বাজারে তাদের সবজির আড়ত। এছাড়াও এখন স্টক বিজনেস এর দিকে ঝুঁকেছে। আলী আকবর ছিলেন এই বংশের বড় ছেলে। উনার ছোট দুই ভাই আতেফ আকবর, আদিল আকবর মিলে সবজির আড়তের ব্যবসার পরিব্যপ্তি বাড়িয়েছিলেন। আলী আকবর মারা যাওয়ার পর উনার বড় ছেলে বাবার ব্যবসার দায়িত্ব কাঁধে তুলে নেয়। আলী আকবরের ঘরে চার ছেলে ও এক মেয়ে।  বড় ছেলে দিদার ও ছোট ছেলে দিহানের ব্যবসার প্রতি আগ্রহ থাকলেও অন্য দুজন ছেলে দানেশ ও দাউদের আগ্রহ ছিলো লেখাপড়ায়। ওরা দুজন লেখাপড়ার পাঠ চুকিয়ে এখন ঢাকা শহরে ভিন্ন দুটি প্রাইভেট কোম্পানিতে চাকরী করছে। দিদার সবজির আড়ত সামলায় আর দিহান সামলায় স্টক বিজনেস। যদিও যুবক দিহান ব্যবসায় সময় দেয় খুব কম। অল্প মনোযোগ দিয়েও তার ব্যবসা যে এখনো টিকে আছে এবং সামান্য লাভের দেখাও মিলছে তাতেই দিদার খুশি। তার বিশ্বাস বয়সের ফেরে দিহান একদিন ঠিকই দায়িত্বশীল হয়ে উঠবে। আর এখন তার বয়সটাই বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার, ঘুরে বেড়ানোর। দিদার সেই সকালে আড়তের উদ্দেশ্যে বেরিয়ে যায়, ফিরে আসে রাতে। তারপর খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পরে। সকাল ছয়টায় তার আড়তে থাকা চাই, চাই।

আজ ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় শর্মী বললো,
-  আর একটা বছর পরেই মেয়েটার এইচএসসি কমপ্লিট হয়ে যেতো। তারপর বিয়ের তোড়জোর করলে হতো না? কী বা বয়স হয়েছে ওর!

দিদার বালিশে মাথা দিয়ে চোখে বন্ধ রেখেই উত্তর দিলো,
-  পড়াশোনা করে কি হবে শুনি? তুমি নিজেও তো অনার্স শেষ করে বিয়ে করেছো। সেই তো সংসার সামলাচ্ছো। তাছাড়া ওর নিজেরই তো ঘরে মন টিকতেছে না। স্বামীর ঘর করার তাড়া বেশি কিনা।

বোনের জন্য ভাইয়ের  মুখে এমন কথা শুনে শর্মী ভীষণ বিরক্ত হলো। কিন্তু সে পাক্কা অভিনেত্রীর মতো অনুভুতি লুকাতে শিখে গেছে অনেক আগেই। তাই বিরক্তিকে একপাশে রেখে বলল,
-  সন্দেহের বশে মেয়েটাকে তো অনেক ভুগতে হলো। সেই এক কারনে এখন বিয়েও দিয়ে দিতে চাইছো? সামান্য একটা ব্যাপার নিয়ে....
-  সামান্য ব্যাপার মানে? এখন কি পাড়ায় ছিঃ ছিঃ রব পরার অপেক্ষা করবো? তারপর কোন ভালো ছেলেটা ওকে নিতে আসবে? আমার বোনের একটা ভালো ঘর হতে প্রস্তাব এসেছে বলে তুমি হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছো । সকাল থেকেই দেখছি সমন্ধ ভেস্তে দেওয়ার পায়তারা করছো।

হে সখাWhere stories live. Discover now