26

24 0 0
                                    

ডা. রুবাইয়া রানু, বয়স পয়ত্রিশ বছর। বাংলাদেশে জন্ম নেওয়া রানুর বেড়ে ওঠা ঢাকায়। ইন্টারমিডিয়েট পাশ করে বাবা মায়ের সাথেই পাড়ি জমায় ফ্লোরিডায়। এখানেই পড়াশোনা শেষ করে সাইকোলজিস্ট হিসেবে কাজ করে যাচ্ছেন প্রায় দশ বছর ধরে। স্থানীয় একজন নিউরো সার্জন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন৷ ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তানও রয়েছে৷ দীর্ঘ সময় ফ্লোরিডায় বসবাস করার পরও মাঝেমধ্যে এই শহরটিকে ভীষণ অচেনা মনে হয়। নিজ দেশ, দেশের বাতাস, রাস্তায় বিরক্তিকর জ্যাম, কড়া রোদ ভীষণ মনে পরে। তখন সাগর পাড়ে এলোমেলো হেঁটে অশান্ত মনকে শান্ত করার চেষ্টা করে। বাংলাদেশ এবং বাংলা ভাষা দু'টোই শুধুমাত্র একান্ত ব্যক্তিগত বিষয় হিসেবে রয়ে গেছে৷ এখন তাও তিন বছরের মেয়ের সাথে টুকিটাকি বাংলা কথা বলার চেষ্টা করা হয়। মনে সুক্ষ্ম ইচ্ছা রয়েছে, অন্তত মেয়েটা বাংলা শিখুক। মা-মেয়ে পরন্ত বিকেলে একসাথে বসে মাতৃভাষায় মনের আলাপ করা যাবে। আজকাল কেনো যেনো মায়ের ভাষাটাকে অনেক মনে পরে। একলা ঘরে নিজের সাথে বাংলায় কথা বলে মনের আশ মেটায়। ফ্লোরিডায় প্র‍্যাক্টিস শুরু করার পর এই প্রথমবারের মতোন রানুর কাছে বাঙালি কোনো রোগী এসেছে চিকিৎসা নিতে। বাংলায় কারো সাথে আলাপ করতে পারবে এই খুশিতে ভীষণ অস্থির লাগছে৷ রানু তবুও নিজেকে প্রাণপণে শান্ত রেখে হাসি মুখে তাকালো সামনে বসে থাকা যুবকের দিকে। যুবক একটি অবান্তর আবদার করে বসেছে। তাই এখন সে নিজেই অস্বস্তিতে ভুগছে৷ কারন সে নিজেই বুঝতে পারছে, এভাবে চিকিৎসা করা সম্ভব নয়। স্ত্রীর প্রতি এমন ভালোবাসাকে রানু ভীষণ সম্মান করে। স্ত্রী তার স্বামীর কথা ভেবে চিন্তিত হচ্ছে এমনটা অহরহ দেখা গেলেও স্ত্রীর জন্য স্বামীর উদ্বিগ্ন হওয়ার চিত্র খুব কম দেখা মিলে। মনে মনে খুশি হলেও রানু তার সুরেলা কন্ঠে সুধালো,
- আপনি বলতে চাইছেন, আমি আপনার স্ত্রীর চিকিৎসা করবো কিন্তু তাকে জানাতে পারবো না যে আমি তার চিকিৎসক।
- ও আসলে এখন পর্যন্ত কিছু জানে না। বলার সুযোগ পাইনি। কীভাবে বলবো, ব্যাপারটা ও কীভাবে নিবে সেটা বুঝতে পারছি না।
- রোগীকে না জানিয়ে কীভাবে চিকিৎসা করবো? আপনার সাথে আমার অনলাইনে কথা হয়েছে আজ প্রায় একমাসের বেশি সময় হলো। এতোদিনেও আপনি কিছু জানাতে পারেননি! আশ্চর্য! আসলে আপনি নিজেই ভয় পাচ্ছেন। আপনি কি আজকে একা এসেছেন আমার সাথে দেখা করতে? আপনার স্ত্রীকে সাথে নিয়ে আসার কথা ছিলো।
- ও সাথে এসেছে। ওয়েটিং রুমে বসে আছে।
- কি বলে সাথে নিয়ে এসেছেন?
- আমার এক কলেজ ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি।

হে সখাWhere stories live. Discover now