36

28 0 0
                                    

রেহবার ঘুমিয়ে গেছে অনেকক্ষণ হলো। গুলিস্তা এখনো রেহবারের মুখের দিকে তাকিয়ে আছে৷ বন্ধ চোখ, শান্ত মুখশ্রী। ফ্যানের বাতাসে দু চারটে চুল উড়োউড়ি করছে কপাল জুড়ে। গুলিস্তা হাত বাড়িয়ে চুলগুলো কপাল থেকে সরিয়ে দিলো কিন্তু নিজের হাত রেহবারের মুখ থেকে সরিয়ে নিলো না৷ ধীরে ধীরে রেহবারের গাল ছুঁলো। ছুঁলো চোখের পাতা, নাকের ডগা, শক্ত চিবুক। তাতেও মন ভরলো না। নিজের বালিশ ছেড়ে এগিয়ে এলো রেহবারের দিকে। আলতো করে ঠোঁট ছোঁয়ালো রেহবারের কপালে।

ঘুমের মাঝেই মুখের উপর কারো গভীর নিঃশ্বাস অনুভব করলো রেহবার৷ সেই অনুভূতির ধাক্কা সামলে উঠতেই কপালে ঠোঁটের স্পর্শ তাকে নীরব থাকতে দিলো না৷ চোখ মেলে তাকালে গুলিস্তার চোখে চোখ পরলো। দুটো মুখ খুব কাছাকাছি। চোখাচোখি হতেই লজ্জায় চোখ নামিয়ে নিলো গুলিস্তা। নীলচে আলোয় লজ্জিত সেই মুখশ্রীর লালচে আভা স্পষ্ট বুঝা গেলো না৷ রেহবার অপলক তাকিয়ে রইলো গুলিস্তার দিকে। ও কি ঘুমের ঘোরে এসব করছে? কিন্তু আচরণ স্বাভাবিক লাগছে যে। রেহবারের সবকিছু গুলিয়ে যাচ্ছে৷ রেহবারকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে গুলিস্তা সামান্য সরে এলো৷ মাথা রাখলো রেহবারের প্রশস্ত বাহুতে৷ দ্বিধাহীন দৃষ্টি মেলালো রেহবারের দৃষ্টিতে।

- ঘুমাও নি?
- ঘুম আসছে না৷
- তার মানে তুমি ঘুমের ঘোরে নেই?

প্রশ্নটি গুলিস্তার বোধগম্য হলো না। কপালে ভাঁজ ফেলে সরু চোখে তাকিয়ে রেহবারের কথা বুঝার চেষ্টা করলো।

- তোমার অস্বস্তি হয় এমন কোনো কাজ আমার দ্বারা হবে না। আমি এভাবেই ঠিক আছি৷ কোনো অসুবিধা হচ্ছে না। তুমি শুধু আমার পাশে থাকলেই চলবে। আর কিছু চাই নাই। তাই জোর করে কাছে আসতে হবে না।

সেদিনের ঘটনার পর এক বিছানায় পাশাপাশি থাকলেও রেহবার কখনো গুলিস্তার খুব কাছাকাছি যায়নি। সবসময় চেষ্টা করতো দুজনের মাঝখানে বিস্তর দুরত্ব বজায় রাখতে৷ কখনো হাত বাড়িয়ে মাথায় বিলি কেটে দিয়েছে কিংবা ভালোবেসে কপালে এঁকেছে চুম্বন৷ এর বেশি কিছু গুলিস্তা পায়নি। গুলিস্তা নিজেও এতোদিন  সহজ হতে পারেনি৷ আসলে এসব নিয়ে ভাবার সময়ই তার হয়নি৷ নিজের টালমাটাল মনকে সুস্থির করতেই সে হাঁপিয়ে যাচ্ছিলো। আজ এইতো একটু আগেই মন থেকে চাহিদা অনুভব করলো বলেই এগিয়ে এলো৷ ঘুমন্ত রেহবারকে দেখে হুট করে কাছে আসার তাড়না অনুভব হয়েছে তাই এসেছে। এর বিপরীতে রেহবারের প্রতিক্রিয়া কেমন হবে এতোকিছু গুলিস্তা ভাবেনি। ভাবতে সে জানেও না। এখন রেহবারকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মনে প্রশ্ন জাগছে। ঘুমের ব্যাঘাত ঘটায় বিরক্ত হলো কিনা?

হে সখাWhere stories live. Discover now