28

27 0 0
                                    

ধিমে হয়ে আসা বিকালে গুলিস্তাকে নিয়ে বীচে হাঁটতে বেড়িয়েছে রেহবার। ডা. রুবাইয়া রানুর দেওয়া মেডিসিন খাওয়ার পর থেকে গুলিস্তার বেশির ভাগ সময় ঘুমিয়ে কাটে। যেটুকু সময় জাগ্রত থাকে, মনমরা হয়ে ডুব দেয় নিজস্ব জগতে। বারান্দায় দাঁড়িয়ে বিশাল সমুদ্রের নীল জলরাশিতে কিছু একটা খোঁজে। গুলিস্তার নিজস্ব জগতে রেহবারের কোনো অস্বস্তি নেই। রেহবারের ফুলটি ধীরে ধীরে রেহবারের থেকে আরও দূরে চলে যাচ্ছে। কিছুদিন পূর্বেও যে মেয়েটি রেহবারের আগে পিছে ঘুরাঘুরি করতো, রেহবারের প্রয়োজনে সদা উউপস্থিত থাকতো সে এখন রেহবারের  দিকে ফিরেও চায় না। রেহবার নিজেও ওকে বিরক্ত করে না। দূর থেকে লক্ষ্য করে শুধু। গুলিস্তার সান্নিধ্য রেহবারের অভ্যাসে পরিণত হয়েছে। তাইতো কাছে থেকেও মনের এ দূরত্ব রেহবারকে ভীষণ যন্ত্রণা দিচ্ছে। তাই তো আজ জোর করেই গুলিস্তাকে সাথে নিয়ে  হাঁটতে বেড়িয়েছে৷ হলিউড বীচের তপ্ত বালিতে খালি পায়ে হাঁটছে ওরা দুজন। এই সময় এপাশটায় তেমন ভীড় নেই। যেকজন দর্শনার্থীকে দেখা যাচ্ছে, তারা ক্লান্ত হয়ে শুয়ে আছে সমুদ্র তীরের কিটকটে। অপেক্ষা করছে প্রকৃতির আরেক সৌন্দর্য, সূর্যাস্তের। ঘন্টা খানিক পরে বিশাল সমুদের বুকে তলিয়ে যাবে কমলা রঙের দানবীয় সূর্যটা।

রেহবার ও গুলিস্তা নিশ্চুপ হাঁটছে৷ কারো মুখে কোনো কথা নেই। রেহবার মাঝেমধ্যে গুলিস্তার দিকে তাকিয়ে দেখছে। আজকাল ওর সাথে কথা বলতে কেনো যেনো অস্বস্তি হয়৷ হয়তো অপরাধবোধের কারনে এমন হচ্ছে। ওকে মিথ্যে বলে মেডিসিন খাওয়ানো, কাউন্সিলিং চালিয়ে যাওয়া৷ এসবের কারনে রেহবারের নিজের কাছে নিজেকে দোষী মনে হয়। এছাড়াও কোম্পানি সেল করা এবং ফ্লোরিডায় নতুন কোম্পানিতে জয়েন করার ব্যাপারেও অনেক ছোটাছুটি করতে হচ্ছে৷ সারাদিন বাইরেই কেটে যায়। ঘরে ফিরে গুলিস্তার নিঃপ্রাণ, মলিন মুখটা দেখে রেহবারের জীবনীশক্তি যেনো আরও ক্ষয়ে যায়। লড়াই করতে করতে সে নিজেও ক্লান্ত৷ দীর্ঘশ্বাস ফেলে গুলিস্তার হাতটি শক্ত করে ধরলো। গুলিস্তা ফিরে তাকালো না। পায়ের দিকে তাকিয়ে একধ্যানে হেঁটে যাচ্ছে। আলতো করে বালুর উপর পা ফেলতেই পা ডুবে যাচ্ছে বালুর ভেতর৷ মুহূর্তেই সেখানে তৈরি হচ্ছে অদ্ভুত সুন্দর এক শিল্পকর্ম।
কিছু দূর যাওয়ার পর গুলিস্তাকে একটি কিটকটে বসিয়ে রেহবার বললো,
- কিছুক্ষণ পরে সূর্য ডুবতে শুরু করবে৷ সমুদ্র তীরে সূর্যাস্ত অনেক সুন্দর দেখায়। তুমি এখানে বসো আমি দুটো ডাব নিয়ে আসছি। কোথাও যাবে না কিন্তু৷

হে সখাWhere stories live. Discover now