51

24 0 0
                                    

রেহবারের কর্ণকুহরে তখন রানুর কথাগুলো বাজছে৷
“এ ধরনের রোগীরা হীনমন্যতায় ডুবে থাকতে থাকতে একসময় বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলে। টিকে থাকাটা তাদের জন্য কঠিন হয়ে পরে৷ তারা স্ব-ইচ্ছায় আত্মহত্যার পথ বেছে নেয়৷ একদিন চলে যায় নীরবে। এদিক থেকে আপনি অবশ্য ভাগ্যবান। নিজের ক্ষতি করার কিংবা মৃত্যু প্রত্যাশার কোনো প্রবণতা গুলিস্তার মধ্যে দেখা যাচ্ছে না। এমন হলে সামলানো মুশকিল হয়ে যেতো।”

রেহবার ভুলতে চায় সেসব কথা, ফ্লোরিডার সেই ভ্রমনের কথা। ওসব অতীত। গুলিস্তা এখন সুস্থ। স্বাভাবিক তার চলাফেরা। তাহলে আবার এমন হলো কেনো? কিছু না বলে, বিন্দুমাত্র সময় বিলম্ব না করে গুলিস্তাকে পাঁজাকোলে তুলে নিলো রেহবার। বিছানায় এনে শুইয়ে দিয়ে গায়ে চাদর ঢেকে দিলো। কোনো কিছুতে বাধা দিলো না গুলিস্তা। সে যেনো অনুভূতিহীন। ওর পাশে পা ঝুলিয়ে বসলো রেহবার৷ 
- এখন একটু ঘুমাও। ঘুম থেকে উঠলে দেখবে ভালো লাগছে। তখন আমরা এসব নিয়ে কথা বলবো।

কপালে চুমু দিয়ে ওয়াশরুমে গিয়ে দ্রুত ফ্রেশ হয়ে, জামাকাপড় বদলে নিলো। মনটা পরে আছে শয়নকক্ষে৷ যেখানে শুয়ে থাকা মেয়েটার কাছে৷ মাত্র কয়েক মিনিটের মাঝে ফিরে এসে দেখলো গুলিস্তা খোলা চোখে সিলিং এর দিকে অপলক তাকিয়ে আছে। রেহবার নিজেও গুলিস্তার পাশে শুয়ে পরলো। ওকে নিজের কাছে নিয়ে এসে জড়িয়ে ধরে মাথায় হাত বুলয়ে দিতে থাকলো। অনেকক্ষণ সময় লাগলেও একসময় গুলিস্তা ঘুমিয়ে গেলো। ওর ভারী হয়ে  আসা নিঃশ্বাসের সাথে বাড়লো রেহবারের দীর্ঘশ্বাস।
খুব সাবধানে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। রিনাতকে ফোন করে ডেকে নিয়ে এলো রুমে। রুমের একপাশে থাকা সোফাসেটে মুখোমুখি হয়ে বসলো। নিচুস্বরে প্রশ্ন করলো রেহবার।
- এসব কীভাবে হলো? বাড়িতে কেউ এসেছিলো? ফুলকে কিছু বলেছে?

রিনাত তৎক্ষনাৎ কিছু বললো না। মাথা নিচু করে বসে রইলো। কী বলবে সে! কার নামে নালিশ করবে? নিনাতের নামে? সে যে মায়ের মতোই প্রিয় রিনাতের কাছে। রেহবারের ধৈর্য্য আজ বড্ড সীমিত।হবেই না বা কেনো! গুলিস্তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে, আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে কম পরিশ্রম সে করেনি। একদিন দুদিন নয়, বছরের পর বছর চেষ্টা চালিয়ে গেছে। আদর, যত্নে সতেজ করে রাখা রেহবারের ফুলটি  এক মুহূর্তে আবার মুষড়ে গেলো কীভাবে? জীবনে প্রথমবারের মতো ছেলেকে প্রচন্ড ধমক দিলো রেহবার৷
- রেহনেওয়াজ রিনাত, এই মুহূর্তে আমার পক্ষে ধৈর্য্য ধারণ করা সম্ভব নয়৷ যা জানো দ্রুত বলে ফেলো৷

হে সখাWhere stories live. Discover now