ভবিষ্যৎ বক্তা

1K 41 1
                                    

দিবা চমকে উঠলো ।

রেডিওটা লাউডস্পিকারে দেওয়া ছিল । নিজের কানে একটু আগে কি শুনেছে সেটা ঠিক বিশ্বাস করতে পারলো না ! ডান দিকে তাকিয়ে দেখে ওর রুমমেট সোমাও ওর দিকে তাকিয়ে আছে । ও নিজেও শুনেছে !

সোমা বলল, কি ফাউল প্রোগ্রাম !
প্রতি উত্তরে দিবা কিছু বলল না । ওর কেমন যেন একটা অস্বস্থি শুরু হয়েছে ।
রেডিওতে আবার আর জে কথা বলা শুরু করেছে । তবে আগের ইমেইলটা সে আর পড়লো না । অন্য একটা ইমেল দিয়ে শুরু করলো ।দিবার মনে একটু ভয় করতে লাগলো । ওর আর শুনার সাহস পেল না । রেডিওটা অফ করে দিল ।

দিবা ভুতে ঠিক ভয় পায় না । তবে ভুতের গল্প শুনতে বেশ পছন্দ করে । ইদানিং রাতের বেলা অনেক গুলো ভুতের অনুষ্ঠান হয়ে রেডিও তে । শুনতে ভালই লাগে । লাইট অফ করে কিংবা কাজ করতে করতে শুনতে খারাপ লাগে না । আজকেও তেমনই একটা অনুষ্ঠান শুনছিলো । রেডিওর উপস্থাপক শ্রোতাদের পাঠানোর একটা ইমেইল পড়তে শুরু করলো । ইমেইলে এমন কথা লেখা ছিল যে ছেলেটা মানুষের ভবিষ্যৎ দেখতে পায় । বিশেষ করে কোন দূর্ঘটনা কিংবা মৃত্যুর ঘটনা ঘটলেই সেটা আগে থেকেই বুঝতে পারে ।
এই পর্যন্ত ঠিকই ছিল । কিন্তু যখন বলল যে আগামী সপ্তাহে ভুতের এই অনুষ্ঠানটা হবে না কারন এই অনুষ্ঠানের আর জে মারা যাবে !

লাইনটা পড়েই আর জে সাহেব চুপ করে গেলেন ! লাইভ অনুষ্ঠানে এর আগে এমন কিছু হয়েছে কি না কারো জানা নেই । নিজের মৃত্যুর সংবাদ শুনে নিজেই একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিলেন তবে সেটা সামলে নিলেন । আবার কথা বলা শুরু করলেন তবে দিবার কেন জানি আর শুনতে ইচ্ছে করলো না । সে রেডিওটা অফ করে দিল ।

পরদিন অফিসে গিয়েও ওর কলিগদের কাছে এই কথা বলতেও অনেকে হেসে উঠলো । সবাই অবশ্য ওর এই ভুতের অনুষ্ঠা শোনা নিয়ে বেশ হাসাহাসি করে । দিবা ওদের কাছ থেকে সুমনের টেবিলের দিকে হাটা দিল । এক মাত্র এই ছেলেটাই ওকে নিয়ে হাসাহাসি করে না । ওর কথা মন দিয়ে শোনে । সুমনের সাথে ওর কথা বলা শুরুটাও হয়েছিলো এই ভুতের গল্প নিয়েই । সবাই যখন এটা নিয়ে হাসাহাসি করতো তখন সুমন ওকে বলল যে ও নিজেও এসব শোনে নিয়মিত এবং ওর এসবে বিশ্বাস আছে । ওর নিজের সাথে ওর পরিবারের সাথেও নাকি এমন কিছু হয়েছে । দিবা সেগুলোও শুনতো মন দিয়ে ! ওর ভালই লাগলো ! মাঝে মাঝেই ও নিজেও ওর শোনা গল্প গুলো সুমনের সাথে শেয়ার করতো !

অতি-প্রাকৃত গল্পWhere stories live. Discover now