পরস্ত্রীর দিকে তাকিও না

558 26 6
                                    

-আপনাকে কে কখনও ভূতে হুমকি দিয়েছে ?

আমি পাশ ফিরে ভদ্রলোককে দেখার চেষ্টা করলাম । চেহারা দেখে আমার বিশেষ কিছু মনে হল না । কিন্তু হঠাৎ ভদ্রলোক আমাকে এই কথা বললেন কেন ঠিক বুঝতে পারলাম না ।

আমার স্ত্রী খুলনা থেকে আসছে রাতের ট্রেনে । আমি ওকে নিতে এসে শুনি ট্রেন আরও ঘন্টা খানেক দেরিতে এসে পৌছাবে । তাই স্টেশনের ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছি । সময় কাটানোর জন্য মোবাইলে একটা বই পড়ছিলাম । তখনই পেছন থেকে এই ভদ্রলোকের কথার আওয়াজ শুনতে পেলাম । আমি কখনও ভুতের হুমকি শুনেছি কি না !

আমি ভদ্রলোকের দিকে আরও খানিকটা সময় মনযোগ দিয়ে তাকানোর চেষ্টা করলাম । চেহারা ছবি বেশ ভাল । বসে আছেন তবে বেশ উচু লম্বা আর চেহারাও বেশ ভাল । দেখে মনে হল কোন ভাল অফিসের চাকরি করে । চেহারাতে একটা চাকুরীজীবী চাকুরীজীবী ভাব আছে । সেই সাথে পরনের স্যুট টা বেশ দামি মনে হল । গুলিস্তান থেকে কেনা স্যুট নয় । আমি অপরিচিত মানুষের সাথে ঠিক কথা বলতে অভ্যস্ত না হলেও খানিকটা কৌতুহল থেকে বললাম

-ঠিক বুঝলাম না । পাড়ার মাস্তানের হুমকি শুনেছি কিন্তু ভূতের হুকমি শোনা হয় নি !

ভদ্রলোক বলল

-ভূতের মার খেয়েছেন ?

আমি খানিকটা হেসে বললাম

-নাহ । তাও খাওয়া হয় নি । আপনি খেয়েছেন নাকি ?

আমার প্রশ্নের উত্তর না দিয়ে লোকটা নিজের কোর্টের কলারটা খানিকটা সরিয়ে নিজের গলাতে দেখালেন । আমি আরও খানিকটা কাছে গিয়ে একটু চমকেই উঠলাম । ভদ্রলোকের গলাতে পুরু একটা লাল দাগ দেখা যাচ্ছে স্পষ্ট । নিশ্চিত ভাবেই তাকে গলা টিপে মারতে চেয়েছে । আমি বললাম

-কি সর্বোনাশ ! আপনাকে কেউ গলা টিপে মারতে চেয়েছিল দেখছি ? থানাতে যান জলদি !

ভদ্রলোক শুকনো হাসি হেসে বলল

-লাভ নেই । সত্যি মানুষ হলে আমি থানাতেই রিপোর্ট করতাম । ধানমন্ডি থানার ওসি আমার বাল্যবন্ধু ! কিন্তু আমাকে কোন জ্যান্ত মানুষ এভাবে আক্রমন করে নি । করেছে আমার মৃত বন্ধু ।

অতি-প্রাকৃত গল্পWhere stories live. Discover now