নীতু এন্ড দ্যা হর্সম্যান (২য় পর্ব)

70 3 3
                                    

নীতু দৌড়াচ্ছে ।

জোড়ে জোড়ে নিঃশ্বাস নিচ্ছে । এতো জোড়ে সে দৌড়াচ্ছে যে চোখের সামনে যেন কিছুই দেখতে পাচ্ছে না । অন্য কোন দিকে তাকানোর খেয়াল নেই তার । কেবলই মনে হচ্ছে সামনে পালিয়ে যেতে হবে । পেছনে সে ধেয়ে আসছে ।

ঘোড়ায় চড়ে ।

ঘোড়ার খুড়ের আওয়াজটা তার কানে আসছে । কোন ভাবে তার হাতে পড়া যাবে না । তার কাছ থেকে দুরে তাকে যেতেই হবে।

অবশ্য আরও একটা কারণে নীতু কোন ভাবেই তার হাতে পড়তে চায় না । কারণটা হচ্ছে নীতুর শরীরে কোন কাপড় নেই । একেবারে নগ্ন হয়ে সে দৌড়াচ্ছে । সে কিভাবে আর কেন এভাবে দৌড়াচ্ছে সেটা নীতু মনে করতে পারছে না । কেবল তার যতদুর মনে পড়ে তখন থেকেই সে কেবল দৌড়াচ্ছে ।

তখনই নীতুর মনে হল যে ঘোড়ার আওয়াজটা একেবারে ওর পেছনে চলে এসেছে । এতো পেছনে যে ও যেন ঘোড়ার নিঃশ্বাস নেওয়ার আওয়াজটা শুনতে পেল খুব পরিস্কার ভাবে । একটু যেন গরম বাতাসও পড়লো ওর পিঠে । তাকাবে না তাকাবে না করেও নীতু পেছনে ফিরে তাকালো দৌড়াতে দৌড়াতেই । তখনই সেই ঘোড়সাওয়ারকে দেখতে পেল সে । সেই প্রথম দিনের আগুন চোখ ! ভয়ে নীতুর বুকটা কেঁপে উঠলো । আর ঠিক তখনই কিছু একটাতে পা বেঁধে পড়ে গেল সে ।

ঘুম ভেঙ্গে গেল নীতুর ! কিছু সময় লাগলো নিজেকে সুস্থির করতে । এখনও যেন সেন সে স্বপ্নের ভেতরের সেই ভয়টা অনুভব করতে পারছে । তবে সময় যাওয়ার সাথে সাথে ভয়টা কমে এল । একটা সময়ে পুরোপুরি সুস্থির করতে পারলো । বিছানার পাশে রাখা মোবাইল টা হাতে নিয়ে সময়টা দেখলো । তারপর জানাল দিয়ে বাইরে তাকালো নীতু । সবে মাত্র সকাল হয়েছে । সূর্য সবে মাত্র আলো দিতে শুরু করেছে । কিছু সময় সেদিকে তাকিয়ে রইলো নীতু । তারপরই স্বপ্নের পুরোটুকু আরো ভাল করে মনে পড়লো ওর । এখন আর ভয় কাজ করছে না । বরং তীব্র একটা অস্বস্তি কাজ করছে । গত তিন দিন ধরে নীতু ঠিক এই স্বপ্নটা দেখছে । কেন দেখছে সেটা নীতু নিজেও জানে না । কোন ভাবেই বুঝতে পারছে না ওমন ভাবে সে কেন দৌড়াচ্ছে !

অতি-প্রাকৃত গল্পWhere stories live. Discover now