-অপু এই অপু !
আরাম করে ঘুমিয়ে ছিলাম । আওয়াজ শুনে ঘুম ভেঙ্গে গেল । একট পরেই অনুভব করলাম আমার শরীরে কেউ ধাক্কা দিচ্ছে । কে ধাক্কা দিচ্ছে সেটা বুঝতেও আমার কষ্ট হল না !
ঘুম আমার কাছে খুবই প্রিয় । আর শীতের ঘুম হলে তো কথাই নেই । সেই ঘুম ভাঙ্গালে আমার বড় রাগ হয় । এটা তৃষার জানার কথা তবুও ও আমাকে এই রাতের বেলা ডাকছে কেন ?
আমি বললাম
-কি হল ?
-ভূমিকম্প হচ্ছে !
খানিকটা সময় বোঝার চেষ্টা করলাম আসলেই ভূমিকম্প হচ্ছে কি না ! বুঝতে পারলাম যে আসলেই হচ্ছে । আমি বললাম
-হ্যা হচ্ছে ! এখন কি করবা ! ফেসবুকে স্টাটাস দিবা ?
-ইয়ার্কি ভাল লাগছে না ! আমার ভয় করছে । চল নিচে যাই !
আমি ওর দিকে পাশ ফিরলাম ! তারপর বললাম
-এখন ভূমিকম্প কেন সুনামী হলেও আমি নিচে নামবো না ! বেশি ভয় করলে তুমি নিজে চলে যাও নিচে !
ডিম লাইটের আলোতে তৃষার মুখটা দেখতে পাচ্ছি । মেয়েটা সব কিছুতেই এমন ভয় পায় কেন আমি ঠিক বুঝি না ! আমি বললাম
-ভয় পেও না । এদেশে এমন ভূমিকম্প কোন দিন হবে না ! বেশি ভয় লাগলে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকো । যদি মরি দুজন এক সাথে মরবো !
আমি আর কথা বাড়ালাম না ! আবার চোখ বন্ধ করলাম । তৃষা উঠে একটু নড়াচড়া করলো । এদিক ওদিক হাটা চলা করলো । তারপর যখন বুঝলো যে আমি সত্যিই নামবো না তখন বাধ্য হয়ে আবার শুয়ে পড়লো আমার পাশেই । একটু পরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো ! তারপর আমার কানের কাছে মুখ এনে বলল
-যদি বিল্ডিং ভেঙ্গে পড়ে তোমার কিন্তু খবর আছে !
আমি হাসতে হাসতে বললাম
-আচ্ছা ! যদি বিল্ডিং ভেঙ্গে পড়ে তাহলে এবার থেকে মশারী আমার টাঙ্গাবো ! ঠিক আছে ?
-হয়েছে !
খানিকটা রাগ দেখাতে চাইলো তবে সেটা কাজ হল না । আমার সাথে ওর রাগ কাজ করে না ! তবে অনুভব করতে পারছিলাম যে ও যেন আমাকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে আছে, যেন আমি সামনে থাকলেই ভূমিকম্প ওকে কিছু করতে পারবে না !
YOU ARE READING
তৃষার গল্প - সিজন টু
Short Storyতৃষার গল্পের প্রথম সিজনের প্রতিটি গল্পই সবার পড়া । তবে সেই গল্প গুলো এখন ড্রাফটে নিয়ে নেওয়া হয়েছে। সেগুলো হয়তো ভবিষ্যতে কোন দিন আবার পড়ার সুযোগ পাবেন কেউ । আপাতত তৃষার গল্পের দ্বিতীয় সিজন শুরু হচ্ছে । গল্প গুলো প্রকাশ হওয়ার সাথে সাথে পড়ে ফেলুন । হয়...