টিউশনি থেকে বাসায় ফিরতেই দেখি আমার বাসার গেটের কাছে কাশেম দাঁড়িয়ে আছে । আমাকে আসতে দেখেই তার মুখে হাসি দেখা দিল । আমি খানিকটা বিরক্ত হলাম । যদিও আগে থেকেই ধারনা ছিল তৃষা একে পাঠাতে পারে আজকে । আমার ধারনা সত্যি হল ।
আমি ওকে না দেখার ভান করে গেট দিয়ে ঢুকতে যাবে এমন সময় সে আমার সামনে এসে দাড়ালো । হাতের ব্যাগটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ম্যাডাম পাঠাইছে ?
আমি খানিকটা বিরক্ত হয়ে বললাম, কি এতে ?
-হালুয়া আর রুটি আছে ।
-নিয়ে যাও ।
-নিয়ে গেলে ম্যাডাম আমাকে মাইরা ফ্যালাইবো ।
-এক কাজ কর তাহলে নিজে বাসায় নিয়ে গিয়ে খেয়ে ফেলো । আমাকে যদি জিজ্ঞেস করে তাহলে বলব যে আমি খেয়েছি ।
কাশেমের মনে হল বুদ্ধিটা পছন্দ হল । তার মুখে একটা উজ্জল ভাব দেখতে পেলাম । তবে সেটা নিভে গেল সাথে সাথেই । বলল, না স্যার । এর আগেও এমন একবার করছিলেন মনে আছে ? ম্যাডাম আমাকে চাকরি থেকেই বাইর কইরা দিছিলো ।
ঘটনা আমি জানি । একমাস কাশেমকে চাকরি থেকে বের করে দিছিলো । শেষে আমার অনেক রিকোয়েস্টে আবার কাজে নিয়েছে । আমি বললাম
-তাহলে তাকে ফোন দাও । তাকে বল যে আমি এসব নিবো না । মি কি চাই সেটা সে ভাল করেই জানে ।
দেখলাম কাশেম একটু দূরে গিয়ে ফোন করলো । কি বলল কে জানে । একটু পরে এসে আমাকে বলল, ম্যাডাম বলছে আমার সাথে যাইতে !
একবার মনে হল রাগ করে বলি যে আমি যেতে পারবো না । তাকেই আসতে হবে । তারপর মনে হল দরকার নেই । নেই মামার চেয়ে কানা মামাই ভাল ।
আমি গাড়িতে উঠে বসলাম । তৃষা খুব ভাল করেই জানে এই সব বিশেষ দিন গুলোতে আমার একা একা লাগে খুব । ঢাকা শহরে আমি প্রায় ১০/১১ বছর আছি । মানুষের সাথে ঠিক মিশতে পারি না । খুব অল্প কয়েকজন মানুষা আমার পরিচিত, আমার বন্ধু । তাই এই দিন গুলোতে আমি বলতে গেলে একাই একাই থাকি । আমার মন খারাপ লাগে । বাসায় যেতে ইচ্ছে করে কিন্তু কাজ ছেড়ে বাসাতে যাওয়ার উপায় নেই । তাই একা একা থাকতে হয় ।
YOU ARE READING
তৃষার গল্প - সিজন টু
Short Storyতৃষার গল্পের প্রথম সিজনের প্রতিটি গল্পই সবার পড়া । তবে সেই গল্প গুলো এখন ড্রাফটে নিয়ে নেওয়া হয়েছে। সেগুলো হয়তো ভবিষ্যতে কোন দিন আবার পড়ার সুযোগ পাবেন কেউ । আপাতত তৃষার গল্পের দ্বিতীয় সিজন শুরু হচ্ছে । গল্প গুলো প্রকাশ হওয়ার সাথে সাথে পড়ে ফেলুন । হয়...