তৃষার ভালবাসা ২

778 27 0
                                    

ফোনের ওপাশ থেকে তৃষার আওয়াজ পেয়েই আমার মনে হল আজকে আমার খবর আছে। মনে মনে ভাবার চেষ্টা করলাম আসলে কোথায় সমস্যাটা হয়েছে। সব কিছুই তো ঠিক মতই কাভার দিয়েছি। তবুও আবার কি সমস্যা হল।
আমি বলল
-কি হয়েছে?
কি হয়েছে এর শেষে একটু বাবু লাগানোর দরকার ছিল কিন্তু স্টুডেন্টের সামনে রয়েছি বিধায় সেটা বলতে পারছি না।
তৃষার কন্ঠ আবার শুনতে পেলাম। বলল
-কোথায় তুমি? শামসদের বাসায়?
-হ্যা।
-তোমার যে শরীর খারাপ আমাকে বল নি কেন?
আমি কি বলব খুজে পেলাম না। বুঝতে পারলাম না তৃষা এই কথা কিভাবে জানলো? তারপর আবার তৃষার আওয়াজ শুনতে পেলাম
-হ্যা! কেন বলবা? আমাকে কেন বলবা? আমি কে তোমার? কেউ না। তাই না? আমি তো....
আমি কোন কথা বললাম না। এখন কিছু বলা ঠিক হবে না। আর স্টুডেন্টের সামনে কিছুই বলতে পারছি না।
তৃষা বলল
-তুমি এখনই নিচে আসো!
-নিচে মানে?
তৃষা যেন চিৎকার করে উঠলো। তারপর বলল
-ঢং কর আমার সাথে? নিচে আসা মানে বুঝো না? নিচে আসতে বলেছি আসো....

আমি আর কথা বলার সাহস পেলাম না। তৃষা আমার প্রায় সব কিছু জানে। আমি কোথায় যাই কোথায় খাই আমার সব স্টুডেন্টদের বাসার ঠিকানা সব কিছু তার জানা। ও শামসদের বাসার সামনে আসতেই পারে।

আমি স্টুডেন্ট কে ছুটি দিয়ে নিচে নেমে এলাম। গেট দিয়ে বের হতেই তৃষার গাড়িটা দেখতে পেলাম। গাড়িতে হেলান দিয়ে ও দাঁড়িয়ে আছে। মুখটা গম্ভীর। আমি আস্তে আস্তে ওর দিকে এগিয়ে গেলাম। আমাকে দেখেও যেন দেখলো না। ওর সামনে দাড়াতেই বলল
-গাড়িতে ওঠ।
আমি বললাম
-এখনও দুটো টিউশনি বাকি....

তৃষা আমার দিকে এমন ভাবে তাকালো যে আমি লাইনটা শেষ করতে পারলাম না। তারপর বললাম
-আমার সাইকেল টা?
তৃষা বলল
-গাড়িতে তুলবা?
-গাড়িতে কিভাবে তুলবো?
-তাহলে জিজ্ঞেস করছো কেন? দেখো মেজাজ খারাপ আছে। ফালতু কথা বলবা না।

আমি আর কথা বলার সাহস করলাম না। একবার জানতে ইচ্ছে করলো যে ও কিভাবে জানলো যে আমার শরীর খারাপ। কিন্তু সেই প্রশ্ন করাটা মোটেই সমীচিন হবে না। আমি চুপচাপ গাড়িতে উঠে বললাম।

গাড়িতে উঠেই তৃষা প্রথমে আমার কপালে হাত রাখলো। আমার শরীরের তাপ নিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল
-এই শরীর নিচে না বের হলে হত না?

তৃষার গল্প - সিজন টুWhere stories live. Discover now