-যাকে এতো ভালবাসলেন তাকে ছেড়ে চলে এলেন?
-উহু ! ছেড়ে তো আসি নি । আমি কথা দিয়েছিলাম ওকে ছেড়ে কোন দিন ছেড়ে যাবো না । আমি কোন দিন ছেড়ে যাই নি । আমি কেবল তাকে বলেছি আমি তোমার জন্য অপেক্ষা করবো কিন্তু তোমাকে আমার কাছে আসবে হবে । সে আসে নি । আমি যাই নি ।
-তাহলে এটা কি ?
-তাকে ছেড়ে যাই নি কোন দিন । সে খুব ভাল করে জানে আমি আজও তার অপেক্ষাতেই আছি, আর তাই থাকবো আজীবন। সে যখন ইচ্ছে তখনই আমার জীবনে চলে আসতে পারে।
-তাহলে তার সাথে কথা কেন বলেন না? কেন যান না তার কাছে ফিরে ?
মানুষটা কিছু সময় চুপ করে থাকে । কিছু যেন ভাবে । একবার আকাশের দিকে তাকায় । তারপর বলে,
-ভাল বাসলে সম্মান থাকতে হয় সামনের মানুষটার জন্য । তার সেই সম্মান টা ছিল না আমার প্রতি । আমি আমার ঈগোকে এক পাশে রেখে সর্বোচ্চ চেষ্টা করেছি ওকে ভালবাসার জন্য । যত নিচে নামা সম্ভব নেমেছি । ভেবেছি একদিন সে বুঝবে । সে বুঝে নি । হয়তো আগের মত সব কিছু ভুলে আবার তার কাছে ফিরে যাওয়া যেত কিন্তু তাতে নিজের কাছে আমি আরও ছোট হয়ে যেতাম । তাই তার হাতে ছেড়ে দিয়েছি। তার জন্য আমি এখানেই দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি । সামনে এমন একদিন আসবে যেদিন সে বুঝতে পারবে । তখন সে ফিরে আসবে ।
-এখনও বিশ্বাস করেন সে ফিরে আসবে ?
মানুষ টা এবার হাসে । তারপর বলে, আমার জীবনে এই বিশ্বাস ছাড়া আর কিছুই বেঁচে নেই । যেদিন আমার এই বিশ্বাস টা চলে যাবে সেদিন আমার আর কিছুই অবশিষ্ট থাকবে না। আমি এটা নিয়েই বেঁচে আছি কেবল ।
-কষ্ট হয় না ?
-হয় ! খুব হয় । তীব্র ভাবেই হয় । তবে একদিন এই কষ্ট আর হবে না । সে আসবে একদিন । ঠিকই আসবে !
মানুষটা উঠে দাঁড়ায় । বিড়বিড় করে কি যেন বলে । এদিক ওদিক তাকিয়ে কি যেন খোজে । কাউকে খুজে বেড়ায় । আজ কত গুলো বছর সে অপেক্ষা করে আছে । তার অপেক্ষার যেন শেষ নেই । সে প্রতিজ্ঞা করেছিল সে থাকবে তার জন্য, কোন দিন ছেড়ে যাবে না । সে যায় নি । এখনও অপেক্ষা করেই আছে তার জন্য । একদিন সে আসবে । একদিন সে আসবে......
YOU ARE READING
তৃষার গল্প - সিজন টু
Short Storyতৃষার গল্পের প্রথম সিজনের প্রতিটি গল্পই সবার পড়া । তবে সেই গল্প গুলো এখন ড্রাফটে নিয়ে নেওয়া হয়েছে। সেগুলো হয়তো ভবিষ্যতে কোন দিন আবার পড়ার সুযোগ পাবেন কেউ । আপাতত তৃষার গল্পের দ্বিতীয় সিজন শুরু হচ্ছে । গল্প গুলো প্রকাশ হওয়ার সাথে সাথে পড়ে ফেলুন । হয়...