নতুন সূর্য

780 36 0
                                    

-কফি খাবা ?

আমি বই থেকে মুখ তুলে তাকিয়ে দেখি তৃষা দরজার সামনে দাড়িয়ে । সবে মাত্র গোসল করেছে । ভেজা চুল এখনও এক পাশে এনে রাখা। কি অদ্ভুদ সুন্দর লাগছে ওকে । মানুষ যে বলে গোসলের পরেই মেয়েদের সব থেকে বেশি সুন্দর আর স্নিগ্ধ লাগে সেটা মোটেই মিথ্যে নয় । আমি কিছুটা সময় কেবল ওর দিকে তাকিয়ে রইলাম, এক ভাবেই । তৃষা আবার বলল

-কি হল ? এভাবে তাকিয়ে আছো কেন ?

-তোমাকে দেখছি ।

-বুড়ো বয়সে আবার এতো দেখাদেখি কিসের ?

কথাটা বলেই তৃষা হাসলো । আমি বললাম

-তাই ? তুমি বুড়ি কে বলল ?

তৃষা আবারও হেসে বলল

-আমি আমার বুড়ি হওয়ার কথা বলি নি । তোমার কথা বলেছি ।

-ইস ! আমি মোটেই বুড়ো না মোটেই । বুঝলে ! প্রমাণ চাও ।

লাইন টা বলেই ওর দিকে দুষ্টুমীর চোখে চাইলাম । তৃষা কিছু বলল না । আমি ওকে বললাম

-এতো রাতে গোসল করলে ? ঠান্ডা লাগলে ?

-ভাল লাগছিলো না ।

-কেন ? কিছু হয়েছে ?

আমি এই বলেই বিছানা থেকে উঠে পড়তে চাইলাম । ওকে আমাকে হাত দিয়ে থামিয়ে দিল । তারপর বলল

-না । তুমি এমন কর কেন শুনি ? মানুষের কি এমনিতেই কিছু হতে পারে না ? এমনি এমন হয়েছে । আর আজকে অফিসে চাপ ছিল বেশ।

-ও ! আচ্ছা । তাহলে আর কফি বানাতে হবে না । তুমি বরং শুয়ে পড় । কাল অফিস আছে না ?

তৃষা কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে উঠে গেল । দরজার কাছে গিয়ে আবার ফিরে চাইলো আমার দিকে । তারপর বলল

-তুমিও বেশি রাত জেগো না । কাল তো তোমারও অফিস আছে, নাকি ?

-আচ্ছা !

তৃষাকে দরজা দিয়ে বের হয়ে যেতে দেখলাম । আমি আবারও পড়ায় মন দিলাম । তবে ওর চেহারার দিকে তাকিয়ে মনে হল যে ও কিছু একটা নিয়ে চিন্তিত । অথবা কিছু নিয়ে ভাবছে । মন খারাপ হলে ও লম্বা সময় ধরে বাথটাবে বসে থাকে । আজকেও কি এমন কিছু হল ?

তৃষার গল্প - সিজন টুWhere stories live. Discover now